‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৯ জুলাই ২০২১

৩:৩৮:৩৯ AM
1164284

মুক্তি পেলেন শেইখ যাকযাকি (ছবি)

ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার নেতা শেইখ ইব্রাহিম যাকযাকি এবং তাঁর স্ত্রীকে তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন দেশটির এক আদালত।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাইজেরিয়ার শীর্ষ আলেম ও ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার নেতা শেইখ ইব্রাহিম যাকযাকি দীর্ঘ ৬ বছর অসনীয় কষ্ট সহ্য করার পর অবশেষে আদালতের রায়ে মুক্তি পেয়েছেন।

গতকাল বুধবার (২৮ জুলাই) মুক্তি পেয়ে কাদুনা শহরে তাদের পুত্র ‘মুহাম্মাদ যাকযাকি’র বাসায় উঠেছেন তিনি ও তাঁর স্ত্রী ‘যিনাত ইব্রাহিম’।

নাইজেরিয়ার একটি আদালত ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া’র নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে অব্যহতি প্রদান করে এ রায় দেন।

ইতিপূর্বে আদালত একই রায় আদালত প্রদান করলেও নাইজেরিয়া সরকার ও সেনাবাহিনীর বাধায় তা বাস্তবায়িত হয় নি। কিন্তু গতকাল নাইজেরিয়ার ঐ আদালতের রায়ে মুক্তি পেয়েছেন শেইখ যাকযাকি ও তাঁর স্ত্রীর।

প্রসঙ্গত, অন্যায়ভাবে বিভিন্ন বাহানায় শেইখ যাকযাকির মুক্তি পিছিয়ে দিয়েছে নাইজেরিয়ার সরকার। এমনকি তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয় এ সময়।#176