‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৩০ জুলাই ২০২১

৯:৫৪:৫২ AM
1164679

'বাংলায় হেরে ভূত হয়েছে, ত্রিপুরায় ম্যাচ শুরুর আগেই ভয়ে কাঁপছে বিজেপি'

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেছেন, (বিধানসভা নির্বাচনের সময়ে) মোদি-শাহ ডেইলি প্যাসেঞ্জারি করছিল, বাংলায় আসছিল, তারপরে হেরে ভূত হয়ে গেছে! সেজন্য তৃণমূল এখানে (ত্রিপুরায়) পা দিচ্ছে তাই আগে থেকে ওরা এখনও তো ম্যাচটা আরম্ভই হয়নি, তার আগেই এরা (বিজেপি) ভয়ে কাঁপছে!

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (বৃহস্পতিবার) বিজেপিশাসিত ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই মন্তব্য করেন।   

বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন বলেন, ‘এটা শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে যা আরম্ভ করেছেন মোদি-শাহ, সেটা খুবই গুরুতর বিষয়! ত্রিপুরায় গতকাল আমাদের তিনজনের প্রতিনিধিদল এসেছে। আগামীকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আগরতলা আসবেন।’  

পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একটানা তৃতীয়বার ক্ষমতা দখলের পরে রাজ্যের বাইরে সংগঠন বিস্তারের ক্ষেত্রে ত্রিপুরাকে বেছে নিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। সেই কাজেই নির্বাচন কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’কে রাজ্যে জরিপের কাজে লাগিয়েছে তৃণমূল। কিন্তু জরিপের কাজে এসে গত কয়েকদিন ধরে আগরতলার উডল্যান্ড পার্ক হোটেলে তারা আটক অবস্থায় রয়েছেন। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার বিজেপি সরকারের নির্দেশে পুলিশ অগণতান্ত্রিকভাবে তাদের হোটলে আটকে রেখেছে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের জেরা করার চিঠিও দেওয়া হয়েছে।   

বিজেপিশাসিত ত্রিপুরায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে 'পাখির চোখ' করেছে তৃণমূল। সেই লক্ষ্যেই ত্রিপুরায় আইপ্যাকের প্রতিনিধিরা রাজনৈতিক পরিস্থিতি জরিপের কাজে গেছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজে গিয়ে যেভাবে আইপ্যাকের সদস্যদের বাধার সম্মুখীন হতে হয়েছে, তাতে তৃণমূল নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সেজন্য প্রথম থেকেই প্রতিবাদের ঝড় তুলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলার শাসক দল তৃণমূল ২০২৩ সালের  নির্বাচনে নিজেদের যাত্রাপথকে সহজ করতে চাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।# 

342/