‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩১ জুলাই ২০২১

৯:৫৬:০৪ AM
1165033

আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের দপ্তরে হামলা; এক পুলিশ নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাতিসংঘের দপ্তরে এক হামলায় একজন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর কয়েক সদস্য আহত হয়েছে।জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের ‘সরকারবিরোধী সশস্ত্র ব্যক্তিরা’ এ হামলা চালিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এরি কানকো এই হামলার হোতাদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন হামলায় জাতিসংঘের কোনো কর্মীর ক্ষতি হয়নি।

আফগানিস্তানে অবস্থানরত জাতিসংঘের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার দিনভর হেরাতে সরকারি সৈন্য ও তালেবানের মধ্যে তুমুল লড়াই হয় এবং বিকেলে জাতিসংঘের দপ্তর হামলার শিকার হয়।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, জাতিসংঘের দপ্তরে মোতায়েন নিহত পুলিশ সদস্য সম্ভবত দু’পক্ষের ক্রসফায়ারে পড়ে প্রাণ হারিয়েছেন। তালেবান সদস্যরা জাতিসংঘের কোনো দপ্তরে হামলা চালায়নি বলে তিনি দাবি করেন।

342/