‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

১১ আগস্ট ২০২১

১০:৫৭:৪৫ AM
1168627

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে বিলবোর্ডে প্রদর্শিত হবে। এই উপলক্ষ্যে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিনান্স।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ৫০ লক্ষ্য টাকার প্রতীকী চেক গ্রহণ করেন। টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের জন্য এ অর্থ সহায়তা  খুব ভালো উদ্যোগ। এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে।

অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন এবং  বাংলাদেশ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক ভাভে ২৫ লাখ টাকার দু’টি প্রতীকী চেক পররাষ্ট্র  মন্ত্রীর নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের উদ্যোক্তা নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।

উদ্যোক্তারা জানিয়েছেন, ১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু করে পরেরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিটে ১৫ সেকেণ্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে। যার দৈর্ঘ্য হবে মোট তিনঘণ্টা। প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষ ও স্মরণীয় কিছু ছবি। দেখা যাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন, আন্দোলন-সংগ্রামের নানা দিক।

উল্লেখ্য, টাইম্‌স স্কয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কেন্দ্রস্থলে ম্যানহাটানে অবস্থিত একটি অন্যতম প্রধান বাণিজ্যিক এলকা। একে 'পৃথিবীর সড়ক সংযোগস্থল' বলা হয়। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত পথচারী সংযোগস্থল এবং বিশ্ব বিনোদন শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিদিন প্রায় তিন  লক্ষ মানুষ টাইমস স্কয়ার  য়ে যাতায়াত করে। এই এলাকাটি রঙ-বেরঙের বৈদ্যুতিক আলোকসজ্জ্বা ও প্রোজ্জ্বল সাইনবোর্ডের কারণে বিখ্যাত। প্রতিবছর এখানে জাঁক জমকের সাথে খ্রিস্টীয় নববর্ষ উদযাপিত হয়ে থাকে।#


342/