‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

১৭ আগস্ট ২০২১

১১:০১:৪২ AM
1170503

তালেবানের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য প্রস্তুত চীন

চীন বলেছে, তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত রয়েছে বেইজিং। আজ (সোমবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করার সুযোগকে চীন স্বাগত জানায় বলেও তিনি উল্লেখ করেন। চুনইং বলেন, ভূ-কৌশলগত গুরুত্বের কারণে কয়েক প্রজন্ম ধরে আফগানিস্তানকে কব্জা করার বিষয়ে বড় বড় শক্তিগুলো লালায়িত ছিল।

তিনি জানান, “তালেবান বার বার চীনের সঙ্গে সম্পর্ক তৈরির আশা ব্যক্ত করে এসেছে। পাশাপাশি তারা আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে চীনের অংশগ্রহণ প্রত্যাশা করে।”  

চীনা মুখপাত্র আরো বলেন, “এগুলোকে আমরা স্বাগত জানাই। নিজেদের ভাগ্য স্বাধীনভাবে বেছে নেয়ার যে অধিকার আফগানদের রয়েছে তাকে সম্মান করে চীন।” শন্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং অংশগ্রহণমূলক ইসলামি সরকার গঠনের যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছে তারা তা রক্ষা করবে বলেও তিনি আশা করেন। আফগান ও বিদেশি নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চত করারও আহ্বান জানান চুনইং।#

342/