‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৪ আগস্ট ২০২১

১১:২৮:২৯ AM
1172700

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা অব্যাহত: গুলিতে নিহত ১, আহত ৩

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলিতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহত ও তিন জন হয়েছেন। আজ (সোমবার) বিমানবন্দরের উত্তর গেটে এ গোলাগুলির ঘটনা ঘটে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : জার্মান সেনাবাহিনীর ওই টুইটে বলা হয়েছে, বিমানবন্দরের উত্তর গেটে আফগান নিরাপত্তারক্ষী ও পশ্চিমা সেনা সদস্যদের সঙ্গে অজ্ঞাতপরিচয় কয়েকজন বন্দুকধারীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহত এবং তিনজন আহত হন।

এর আগে গতকাল (রোববার) কাবুল বিমানবন্দরে সাতজন আফগানের মৃত্যু হয়। হুড়োহুড়িতে তাদের মৃত্যু হয় বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সামরিক জোট ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৫ আগস্টের পর থেকে কাবুল বিমানবন্দরে মারা গেছেন মোট ২১ জন।

তালেবান এই পরিস্থিতির জন্য মার্কিন বাহিনীকে দায়ী করেছে।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের পর রাজধানী শহরটি থেকে আমেরিকার নাগরিক এবং দেশটির বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের সরিয়ে নেওয়া হচ্ছে।

এ ছাড়া আফগানিস্তানে অন্য যেসব দেশের সামরিক বাহিনীর সদস্যরা কাজ করেছে, তারাও একই ধরনের পদক্ষেপ নিয়েছেন। এছাড়া তালেবান ক্ষমতায় আসার পর থেকে কাবুল বিমানবন্দরে দেশত্যাগে ইচ্ছুক হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে।#

342/