‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৪ আগস্ট ২০২১

১১:৩১:২৩ AM
1172703

চলতি মাসের পর আফগানিস্তানে মার্কিন সেনা থাকতে পারবে না: তালেবান

তালেবান হুঁশিয়ারি দিয়ে বলেছে, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সব মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করতে হবে, এটা তাদের রেড লাইন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : কাতারে তালেবানের দপ্তরের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন তথা বিদেশি সেনা প্রত্যাহারে বিলম্বের জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে। এ ক্ষেত্রে বিলম্ব সহ্য করা হবে না।

মার্কিন কর্মকর্তাদের অনেকেই এরিমধ্যে বলেছেন, আগস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার শেষ নাও হতে পারে।

পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার নাও হতে পারে বলে স্বয়ং জো বাইডেনও গতকাল ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিতে মার্কিন সেনাদের আরও বেশি দিন রাখার প্রয়োজন হতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সেনার আফগানিস্তান ত্যাগ করার কথা রয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সতর্ক করে বলেছে, যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে স্থানান্তরিত করা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সম্ভব নয়।#     

342/