‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

২৫ আগস্ট ২০২১

৮:০৩:৫৯ AM
1173083

আফগানিস্তানে আবার তেলজাত পণ্য সরবরাহ শুরু

প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য আবার পুরোদমে শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর টালমাটাল রাজনৈতিক অবস্থার মধ্যে ইরান থেকে আফগানিস্তানে পণ্য পাঠানো বাধাগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় দেশটিতে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। আফগানিস্তানে তেলের যোগানদাতা দেশের মধ্যে ইরান অন্যতম।   

আফগানিস্তানের প্রদেশগুলোতে নতুন করে গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান। এসব গভর্নর ইরান থেকে তেলের সরবরাহ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন বলে জানান ইরানের তেল, গ্যাস ও তেলজাত পণ্য রপ্তানি ইউনিয়নের প্রধান হামিদ হোসেইনি। তিনি জানান- ডিজেল ও পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেল আমদানির ওপর থেকে শূল্ক শতকরা ৭০ ভাগ কমিয়ে দিয়েছে আফগানিস্তান।  

ইরানের শূল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ খোরাসানসহ আফগানিস্তানের সঙ্গে সমস্ত সীমান্ত ক্রসিং খোলা হয়েছে এবং পণ্য সরবরাহ করা হচ্ছে। আফগানিস্তানের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ইরান গত ৬ আগস্ট দেশটিতে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছিল।   

সরকারি হিসাব অনুসারে- ইরান গত বছর আফগানিস্তানে তিন লাখ ৫৪ হাজার টন তেল ও তেলজাত পণ্য রপ্তানি করেছে।#   

342/