‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

২৫ আগস্ট ২০২১

৮:১৫:৪৬ AM
1173090

মোল্লা বারাদারের সঙ্গে কাবুলে গোপনে সাক্ষাৎ করেছেন সিআইএ প্রধান

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস আফগানিস্তানের রাজধানী কাবুলে গোপনে তালেবান নেতা মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : দৈনিকটি জানিয়েছে, সোমবার (২৩ আগস্ট) কাবুলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার কোনো সদস্য কোনো শীর্ষস্থানীয় তালেবান নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিআইএ এই সাক্ষাতের বিষয়টি এখনো নিশ্চিত না করলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পদস্থ মার্কিন কর্মকর্তা এ খবর জানিয়েছেন। বার্নস ঘোষণা দিয়ে কাবুল সফরে আসার সাহস করেননি।

মোল্লা বারাদার তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা এবং ১১ বছর আগে সিআইএ ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘ আট বছর পাকিস্তানের কারাগারে বন্দি জীবন কাটিয়েছেন।

এমন সময় তালেবান নেতার সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাতের খবর প্রকাশিত হলো যখন পশ্চিমা দেশগুলোর নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দিনরাত কাজ করে যাচ্ছে।

তালেবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আগামী ৩১ আগস্টের নির্ধারিত তারিখের মধ্যে পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে হবে এবং এই সময়সীমা বাড়ানো হবে না। ওয়াশিংটন পোস্ট মনে করছে, ওই সময়সীমা বাড়ানোর আর্জি নিয়েই উইলিয়াম বার্নস মোল্লা আব্দুল গনি বারাদারের শরণাপন্ন হয়েছিলেন।#

342/