‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

২৫ আগস্ট ২০২১

৮:১৬:৩৯ AM
1173091

ইরান ও মধ্য এশিয়ার তিন দেশ সফরে বেরিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আফগান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গেছেন। ইরানের পাশাপাশি তিনি মধ্য এশিয়ার তিন দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান সফর করবেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলো সফরের সময় তিনি ওইসব দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলাপ-আলোচনা এবং মতবিনিময় করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসলামাবাদ বিশ্বাস করে যে, আফগানিস্তান এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং শান্তি নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক কানেকটিভিটির ক্ষেত্রে অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নেয়ার জন্য প্রতিবেশীদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় থাকা জরুরি। শাহ মাহমুদ কোরেশির চলতি সফর এসব লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করবে বলে ইসলামাবাদ আশা করে।#

342/