‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

২৫ আগস্ট ২০২১

৮:১৯:১৭ AM
1173097

১১ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ অক্টোবর।

রাষ্ট্রদ্রোহ, এবং হত্যাসহ ১১ মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ অক্টোবর। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ তারিখ ধার্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে এত দিন আদালত বন্ধ ছিলে। সে কারণে মামলার বিচার করা যায়নি। এখন আদালত চালু হওয়ায় বিচারক নতুন দিন নির্ধারণ করেছেন।’

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়।

অন্যদিকে, যাত্রাবাড়ী থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহণের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী।

ওই ঘটনায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান।

অন্যদিকে, ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা করা হয়। এই আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।

২০১৭ সালের বিভিন্ন সময়ে মামলাগুলোয় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সব মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া মামলাগুলোয় আত্মসমর্পণ করে জামিন নেন।#

342/