‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৬ আগস্ট ২০২১

১২:৪৫:০২ PM
1173444

গুয়ান্তানামোর বন্দী হলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেছে। তবে এ মন্ত্রিসভার কথা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছেন মার্কিন কুখ্যাত গুয়ান্তানামো কারাগারের সাবেক বন্দী ও তালেবানের অভিজ্ঞ যুদ্ধ-কমান্ডার মোল্লা আবদুল কাইয়ুম জাকির। এছাড়া, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পদেও তালেবানের দুজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে। আফগানিস্তানের পাঝওক বার্তা সংস্থা গতকাল (বুধবার) জানিয়েছে, সাদর ইবরাহিমকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও গুল আগাকে অর্থমন্ত্রী করা হয়েছে। গুল আগার পুরো নাম গুল আগা ইসহাকজাই। তিনি তালেবানের অর্থ বিষয়ক কমিটির প্রধান ছিলেন। অন্যদিকে, সাদর ইবরাহিম তালেবানের ভেতরে অত্যন্ত প্রভাবশালী ও আস্থাভাজন ব্যক্তি।   

কাবুলে তালেবানের একজন কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই তিন পদে মন্ত্রী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, প্রদেশিক গভর্নর হিসেবে অত্যন্ত অভিজ্ঞ কমান্ডারদেরকে নিয়োগ করা হবে। 

তালেবানের একজন কমান্ডারও গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করেছেন তবে এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয় নি বলে জানান।

আফগান মন্ত্রিসভার অন্যান্য পদের জন্য বেশিরভাগই কান্দাহার ও হেলমান্দ প্রদেশ থেকে নেয়া হবে। এর আগে, গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশের নাগরিক হাজি মোহাম্মাদ ইদরিসকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়।  

আফগানিস্তানে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি আলোচক আবদুল্লাহ আবদুল্লাহ-সহ ১২ সদস্যের শান্তি পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের সাত সদস্য এরইমধ্যে কাজ করার ব্যাপারে নিজেদের সম্মতির কথা জানিয়েছেন।#


342/