‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শনিবার

২৮ আগস্ট ২০২১

৭:৩৭:০৫ AM
1174051

এক দফা আন্দোলনের প্রস্তুতির ডাক মির্জা ফখরুলের, এখনও বাংলার আকাশে ষড়যন্ত্রের গন্ধ- কাদের

অবৈধ পন্থায় ক্ষমতায় টিকে থাকা বর্তমান সরকারকে হটানোর জন্য এক দফার আন্দোলনে প্রস্তুতির ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল রাজধানীর গোড়ানে ফ্রেন্ডস কনভেনশন হলে ‘করোনা হেল্প সেল’ উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, তাহলে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না। মিথ্যা মামলার শিকার হাজার হাজার মানুষকে মুক্ত করতে পারব না। আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে। এক দফার আন্দোলনের মাধ্যমেই এই ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে। সে জন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানাচ্ছি।’

তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি করে বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হতে হবে। জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, সরকার গঠন করবে। সেসব করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের এখন উঠে দাঁড়াতে হবে।

সামনের দিনে আরও চ্যালেঞ্জ আছে: ওবায়দুল কাদের

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আফগানিস্তানের নাম উল্লেখ না করে বলেছেন, দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতার পরিবর্তনে এখানে একটি গোষ্ঠী উচ্ছ্বসিত। তারাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বিশ্ববিদ্যালয়কে ঘিরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার সরকার হটানোর প্রস্তুতি নিচ্ছে।

আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, এখনও বাংলার আকাশে ষড়যন্ত্রের গন্ধ। সতর্ক থাকতে হবে। সামনের দিনে আরও চ্যালেঞ্জ আছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৫ আগস্টকে খুঁজতে গেলে আমাদেরকে আমাদের একাত্তরকে  খুঁজতে হবে । সেদিন স্বাধীন বাংলা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারা? কারা সেদিন পাকিস্তানের সামরিক গোয়েন্দাদের সহযোগী হিসাবে ভিতরে ঢুকে পড়ে মুক্তিযুদ্ধকে বিপদগ্রস্থ করতে চেয়েছিল?  সেই সামরিক অফিসার কারা? সেদিন বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশন করতে চেয়েছিল এই জিয়া-মোশতাকরা।

এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা প্রচণ্ড হতাশায় এখন আবোল-তাবোল বলছেন। গতকাল  বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিলেন। আজকে সেই দলের মহাসচিবের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে, তিনি এখন হতাশায় নিমজ্জিত হয়ে আবোল-তাবোল বলা শুরু করেছেন।#

342/