‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শনিবার

২৮ আগস্ট ২০২১

৭:৪৮:১৬ AM
1174061

কোম্পানীগঞ্জে সাউথ এশিয়া রেডিও ক্লাব- সিলেটের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রেডিও তেহরানের প্রচারণার অংশ হিসেবে ‘বাংলাদেশ-ইরান মৈত্রী’ শিরোনামে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-সিলেট জেলা শাখা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (শুক্রবার) বিকেলে শাখা সভাপতি মো: চাঁন মিয়ার সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল।  

এসময় দিদারুল ইকবাল বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো দেশের মোট আয়তনের অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। পৃথিবীর বেশিরভাগ দেশেই বনভূমি রক্ষা করতে না পারার কারণে বৃক্ষহীনতায় অনেক অঞ্চলে মরুভূমির সৃষ্টি হচ্ছে। তাই আসুন আমরা নিজেদের বাঁচার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত একটি করে হলেও গাছের চারা রোপণ করি।”

রেডিও তেহরান সম্পর্কে দিদারুল ইকবাল বলেন, “রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ও ইরানের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অপরদিকে ইথারের মাধ্যমে দু’দেশের মধ্যে তথ্য বিনিময়ের জন্য সাউথ এশিয়া রেডিও ক্লাবের সিলেট জেলা শাখা যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার।”      

ক্লাবের সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন বলেন, “ইরানের আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান বাংলা বিভাগের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ দিনের। বেতার তরঙ্গের সাহায্যে দু’দেশের মধ্যে তথ্য, বিনোদন ও সংস্কৃতি আদান-প্রদান হচ্ছে। আমরা বাংলাদেশ ইরানের এই মৈত্রী সম্পর্ককে স্মৃতিময় করে রাখতে ‘বাংলাদেশ-ইরান মৈত্রী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি’ গ্রহণ করেছি।”

আলোচনা সভা শেষে ক্লাবের নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জ উপজেলা গেট সংলগ্ন বঙ্গবন্ধু মহাসড়কের পাশে ‘বাংলাদেশ-ইরান মৈত্রী’ শিরোনামে কয়েকটি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন এবং স্থানীয়দের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, ক্লাব সদস্য শিল্পী আক্তার মীম, নুসরাত জাহান নিঝুম, জান্নাতুল ইসলাম এহসান, লাবীব ইকবাল, মো: আব্দুল হামিদ, বাউল এছহাক, মো: সায়দুল হক, মো: নাছির, মো: আরিফ, ইউনুছ মিয়া, মো: মুন্না, মো: কামাল প্রমুখ।

342/