‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

২৯ আগস্ট ২০২১

৯:৪৬:২০ AM
1174430

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা: আহত ১০

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ আমানসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ১০ নেতাকর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে আজ (রবিবার) সকাল ১০টার দিকে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসসির দিকে এগোলে বিএনসিসির কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা  ঘটে।

ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এ সময় সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরবাইকযোগে এসে হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আরো বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘাতকদের যারা উত্তরাধিকারী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা যাদের একমাত্র রাজনৈতিক অ্যাসাইনমেন্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে যারা রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক।’#

342/