‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

৩০ আগস্ট ২০২১

১০:০৭:৪০ AM
1174769

আওয়ামী সরকারকে বিদায় করতে হবে- ড. কামাল; এখনও ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে- কাদের

গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে মাঠে নেমে এই আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার হটানোর আন্দোলনে ‘জোটবদ্ধ’ হয়ে রাস্তায় নামা ছাড়া কোনো বিকল্প নেই।’

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : অপরদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে। যারা সরকারের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারে না, তারাই ষড়যন্ত্রের চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে। 

দেশের মালিক জনগণ

গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় ড. কামাল হোসেন বলেন, ‘এ আওয়ামী ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে অকার্যকর করেছে, সংসদকে অকার্যকর করেছে। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। এ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। দেশের মালিক জনগণ তাই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে।

ড. কালাম বলেন, সময় নষ্ট না করে পাড়ায়-মহল্লায় গ্রামগঞ্জে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এখনই মাঠে নামতে হবে। আমরা জ্বালাও-পোড়াও আন্দোলন করব না, আমরা গণতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলন করব। ধৈর্য অনেক ধরেছি, আর ধৈর্য ধরার সময় নেই।’

ড. কামাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে বলেন, ‘এই আইন নাগরিক সমাজ ও সাংবাদিকদের মুক্ত চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে। পুলিশ হেফাজতে মৃত্যু আজ বাংলাদেশের সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।’

আলোচনা সভায় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ জাতীয় সরকার গঠন করার দাবি করেন। তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে মানায় না।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব রাজনীতি করার জন্য আহ্বান জানান।

'একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করা হয়েছে'

ওদিকে রোববার দুপুরে, জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘শত নাগরিক’ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটা দানবীয় শক্তি আমাদের সব কিছু তচনচ করে দিচ্ছে। আজকে সত্যিকার অর্থেই একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে তারা। যার মূল লক্ষ্য হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা কর। আমাদের ভবিষ্যত বংশধরকে যদি আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিতে চাই তাহলে আমাদের সকলকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোনো বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া।

‘শত নাগরিক’ জাতীয় কমিটির উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণে এই আলোচনা সভা আয়োজন করা হয়। গত ২০ আগস্ট কোভিডে আক্রান্ত হয়ে চিকিতসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে: ওবায়দুল কাদের

অপরদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে । যারা সরকারের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারে না, তারাই ষড়যন্ত্রের চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে। শনিবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক সেমিনারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেউ কেউ, সবাইকে সতর্ক থাকতে হবে।’ 

তিনি বলেন, ‘জনগণের সমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি। তারা দেশ-বিদেশের নানান স্থানে মিটিং, লবিস্ট নিয়োগ এবং অর্থ বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেছে।’ 

342/