‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

১২ সেপ্টেম্বর ২০২১

৯:৪৩:৩৭ AM
1179219

করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেয়া হবে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে পুনরায় বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (শনিবার) সকালে জামালপুর সার্কিট হাউজে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ মাস পর রোববার থেকে খোলা হচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। তারপরও সংক্রমণ বেড়ে যাবার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেয়া হবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল (শুক্রবার) সাংবাদিকদের বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে। আমরাও সেই ধরনের পরামর্শ দেব। করোনা প্রাদুর্ভাব দেখা দেবার শুরুতে গতবছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিল। প্রায় দেড়বছর পর আগামী রোববার থেকে আবার সব স্কুল কলেজ খুলে দেয়ার প্রস্তুতি চলছে এখন। বছরের শেষভাগে এসএসসি ও এইচএসসির পাশাপাশি পঞ্চমের প্রাথমিক সমাপনী, অষ্টমের জেএসসি-জেডিস এবং প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেয়ারও পরিকল্পনা রয়েছে সরকারের।

দীর্ঘ ছুটিতে ছাত্রছাত্রীদের পড়ালেখার ক্ষতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপুমনি আজ বলেছেন, দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও পড়াশুনা বন্ধ ছিল না। টেলিভিশনও অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালানো হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী অভিভাবকদের অনুরোধ করেন, কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বা করোনার উপসর্গ থাকলে তাদেরকে যেন বিদ্যালয়ে না পাঠানো হয়।#

342/