‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বৃহস্পতিবার

১৬ সেপ্টেম্বর ২০২১

৯:২৯:০৭ AM
1180409

বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ

বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (বৃহস্পতিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ ছয় জনকে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। এতে নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে নোটিশে করোনাকালীন পুরো সময়ে শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে শতভাগ ক্লাস নেয়ার পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় হল খুলছে

এদিকে আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৮টা থেকে স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। গতকাল  বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হল খোলা হবে। আর শিক্ষার্থীরা পুরোপুরি টিকার আওতায় এলে সশরীরে ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের মধ্যে যাদের এক ডোজ টিকা সম্পন্ন হয়েছে তারা ডকুমেন্টস দেখিয়ে ৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে হলে উঠতে পারবেন। এ ছাড়া চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থী যারা ভ্যাকসিন নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার ব্যবহার করতে পারবেন। #

342/