‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৬ নভেম্বর ২০২১

১১:৪১:৩০ AM
1199108

কুমিল্লার মণ্ডপে হামলার আসামির মৃত্যু কারাগারেই !

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : বাংলাদেশের শিরোনাম:

  • সংখ্যালঘু সম্প্রদায়সংখ্যালঘুদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি-প্রথম আলো
  • ২১ মাসের প্রকল্প- ছোট প্রকল্পে বড় অসংগতি-যুগান্তর
  • দুঃখ প্রকাশ তবে সহিংসতার দায় নিতে চায় না ইসি-মানবজমিন
  • কথা সহিত্যক হাসান আজিজুল হক আর নেই--ইত্তেফাক
  • খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে ফের আবেদন-যুগান্তর
  • আগামী নির্বাচন নিয়ে আগ্রহী বিশ্বসম্প্রদায়, থাকবে নিবিড় দৃষ্টি-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • তৃণমূল-বিজেপি তর্ক - কলকাতার ভোটার নন, তৃণমূল ওঁকে ‘ঝুনঝুনি’ ছাড়া কিছুই দেবে না, বাবুল-কটাক্ষ দিলীপের -আনন্দবাজার পত্রিকা
  • হাজারো প্রশ্ন আর প্রবল দুশ্চিন্তার মধ্যেই দেড় বছর পর স্কুল-কলেজে হাজির ছাত্রছাত্রীরা-আজকাল 
  • বন্ধ প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রি, রুটিরুজি হারিয়ে বিপন্ন আহমেদাবাদের ব্যবসায়ীরা–সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দুঃখ প্রকাশ তবে সহিংসতার দায় নিতে চায় না ইসি- এটি বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার বিষয়ে দৈনিক মানবজমিনের একটি শিরোনাম। কী বলবেন আপনি?

২. কয়েক বছরের উত্তেজনা শেষে তুরস্ক সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ। এতে দু দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা সৃষ্টি হবে। বিষয়টিকে কীভাবে দেখছেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

কথা সাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই- খবরটি প্রথম আলো, মানবজমিনসহ সব দৈনিকে লিড শিরোনাম হয়েছে। অনেক কথা বলেছেন অনেকে। প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন।

হাসান আজিজুল হকের প্রয়াণে যা বললেন তারা। লেখা হয়েছে, কথাশিল্পী হাসান আজিজুল হকের মৃত্যুতে শোকসন্তপ্ত নবীন-প্রবীণ কথাশিল্পী-কবিরা। তারা বলছেন, হাসান আজিজুল হক ছিলেন বাংলা সাহিত্যের দিকপাল। জাতির বিভিন্ন ক্রান্তিকালে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তিনি তরুণদের পথ দেখিয়েছেন। তার সাহিত্যে ফুটে উঠেছে স্বদেশ-স্বভাষা ও ব্রাত্যশ্রেণির মানুষের প্রতি অকৃত্রিম দরদ। তার প্রয়াণের সঙ্গে সঙ্গে এই কথাশিল্পী-কবিদের মনে নেমে এসেছে গভীর কালো মেঘের ছায়া।  

গভীর শোক প্রকাশ করে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘হাসান আজিজুল হক একজন বড় মাপের লেখক ছিলেন। একসময় ইস্ট পাকিস্তান রাইটার্স ইউনিয়ন নামে সংগঠন ছিল। ওই সংগঠনের একটা পত্রিকা ছিল। সেখানে তার তার প্রথম বই নিয়ে আলোচনা করেছিলাম। তার মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করছি।’  

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘হাসান আজিজুল হক আমাদের কথাসাহিত্যের অন্যতম দিকপাল। ষাটের দশকে এসে তিনি লেখালেখি শুরু করেন। তার গল্পের যে বৈচিত্র্য, যে শাশ্বত জীবনবোধ ও প্রকাশের অনবদ্য ভঙ্গি, এসব কিছু মিলিয়ে তিনি আমাদের সাহিত্যের একটি বড় দিগন্ত প্রসারিত করেছেন। আমরা সেই দিগন্ত রেখা ধরে সাহিত্যের স্রোতে বহমান আছি। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা কখনোই পূরণ হবে না।’

হাসান আজিজুল হকের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনোই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন কবি অসীম সাহা। তিনি বলেন, ‘হাসান আজিজুল হক ব্যক্তি জীবনে ছিলেন আদর্শবান। তার মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো।’

একই অনুভূতি প্রকাশ করেছেন কবি-নাট্যকার-সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল। তিনি বলেন, ‘আমি বাকরুদ্ধ! বেদনাক্রান্ত। শোকার্ত। তার খণ্ড খণ্ড স্মৃতি ভাবতে ভাবতে চোখ ভিজে যাচ্ছে। মনে পড়ছে, আমার সম্পাদিত ‘কথাশিল্পীদের কবিতা’র জন্য কবিতা দিতে এসে আজিজ মার্কেটে আমার অফিসে আড্ডা দিয়েছিলেন। এরপর ২০০৯ সাল। নিউ ইয়র্কে মুক্তধারা বইমেলা। বাংলা সাহিত্যের দুই দিকপালের সঙ্গে আমিও মঞ্চে। আমার কড়া আলোচনা সমরেশ মজুমদার ও হাসান আজিজুল হক মন দিয়ে শুনলেন।

’ সংক্ষিপ্ত মূল্যায়নসহ শোকপ্রকাশ করেন কবি-ফোকলোরবিদ ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপর বাগচী। তিনি বলেন, ‘বাংলাদেশের ছোটগল্পে হাসান আজিজুল হক এক অপরিহার্য নাম। শুধু বাংলাদেশ বলি কেন, বাংলা ভাষাভাষী সব অঞ্চলেই তার নাম সর্বাগ্রে উচ্চারিত হতে পারে। সেই ষাটের শুরু থেকে কেবল গল্প বুনে চলেছেন। কিংবা বলা যায় যাপিত জীবনের সমুদয় অভিজ্ঞতাকে তিনি গল্পের কাহিনী ও চরিত্রে ধরে রেখেছেন। তিনি কেবল গল্পকারই নন, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দর্শনশাস্ত্র পড়িয়েছেন। শিক্ষক হিসেবেও তিনি সামাজিক দায়িত্ব পালন করেছেন।

প্রায় একই অনুভূতি প্রকাশ করেছেন কবি-কথাসাহিত্যিক ড. রকিবুল হাসান। তিনি বলেন, “হাসান আজিজুল হক নেই। এটি শোনার পর চুপ করে বসে আছি। বুকের ভেতর দুমড়েমুচড়ে গেলো।

ড. রকিবুল হাসান আরও বলেন, ‘মাথার ওপর থেকে একটা একটা করে নক্ষত্র খসে যাচ্ছে। আজ খসে গেলেন বিখ্যাত নক্ষত্র হাসান আজিজুল হক। এরকম নক্ষত্র যুগে যুগে জন্মায় না, শতাব্দীতেও না। বহু শতাব্দীর সাধনায় এরকম একটা নক্ষত্র জন্মায়। বাংলা সাহিত্যে তার যে অবদান, তা বিস্ময়কর। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি চির অমর। কালোত্তীর্ণ মহান এক কথাশিল্পী।’তার শূন্যতা পূরণ হওয়ার নয় বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় রাজশাহী মহানগরের চৌদ্দপাই বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির নিজ বাসায় হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেন।

ইউপি নির্বাচন নিয়ে নানা খবর পরিবেশিত হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে। এ সম্পর্কে দৈনিক মানবজমিনের কয়েকটি খবর তুলে ধরছি।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে ফের আবেদন-যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবারও আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ফের চিঠি দিয়েছেন বলে জানা গেছে।খালেদা জিয়ার পরিবারের এক সদস্য বিবিসিকে বলেছেন, চিকিৎসকরা তাকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন, সেজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবেদন করেছেন।

ছয়দিনের ব্যবধানে খালেদা জিয়াকে আবার ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তির পর রোববার রাত থেকে নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে।কয়েকদিন আগে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।তার বোন সেলিমা ইসলাম বিবিসিকে বলেছেন, খালেদা জিয়ার এখন বিদেশে চিকিৎসা প্রয়োজন-চিকিৎসকরা এখন এই একটাই পরামর্শ দিচ্ছেন। সেজন্য তাদের ভাইবোনদের পক্ষ থেকে আবারও সরকারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

চা খেয়ে পড়ে যান কুমিল্লার মণ্ডপে হামলার আসামি, কারাগারেই মৃত্যু-প্রথম আলো

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ফকির আহম্মদ (৬২) নামের বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লায় পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ফকির আহম্মদ মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন।

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে গত ১৩ অক্টোবর হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারসংলগ্ন সোমপাড়া সর্বজনীন পূজামণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা ও মণ্ডপের গেট ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন এই ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় ফকির আহম্মদকে ১৮ অক্টোবর গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
দুপুরে ফকির আহম্মদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নেওয়া হলে সেখানে ভিড় করেন নেতা-কর্মীরা।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

তৃণমূল-বিজেপি তর্ক - কলকাতার ভোটার নন, তৃণমূল ওঁকে ‘ঝুনঝুনি’ ছাড়া কিছুই দেবে না, বাবুল-কটাক্ষ দিলীপের-আনন্দবাজার পত্রিকা

ফের লেগে গেল বাবুল-দিলীপে। এ বার প্রসঙ্গ আসন্ন পুরভোট। দিন কয়েক ধরেই জল্পনা তৈরি হয়েছে, আসন্ন কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে মেয়র পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল। আরও শোনা যাচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারে মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সদ্য বিজেপি-র সাংসদপদ ছাড়া বাবুল। এ বার তা নিয়ে বাবুলকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর খোঁচা, ‘‘তৃণমূল ওঁকে ঝুনঝুনি ছাড়া কিছুই দেবে না।’

হাজারো প্রশ্ন আর প্রবল দুশ্চিন্তার মধ্যেই দেড় বছর পর স্কুল-কলেজে হাজির ছাত্রছাত্রীরা-আজকাল

বাজল স্কুলের ঘণ্টা। দেড় বছর পর আলমারি থেকে বেরল স্কুলের ইউনিফর্ম। স্নান সেরে স্কুলের গেটে মাস্ক পরে হাজির নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। কোভিড গ্রাফ খানিকটা স্বস্তি দিতেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্কুল খোলার প্রতি যতটা উৎসাহ অভিভাবকেরা দেখিয়েছিলেন, মঙ্গলবার ততটাই উৎকণ্ঠার ছাপ তাঁদের মুখে। কারণ এই স্কুল খোলার সঙ্গেই স্কুলের শিক্ষক থেকে অভিভাবকদের মনে একাধিক প্রশ্নের ভিড় জমেছে।করোনা অতিমারি পর্বের অবসান না ঘটার আগেই খুলেছে স্কুল। অফলাইনের মতো অনলাইনে পড়াশোনাও চালিয়ে যাওয়ার কথা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন। কিন্তু এই অনলাইনে ক্লাস নেওয়ার মতো পরিকাঠামো কি সমস্ত স্কুলের রয়েছে? সে প্রশ্ন রয়েছে

বন্ধ প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রি, রুটিরুজি হারিয়ে বিপন্ন আহমেদাবাদের ব্যবসায়ীরা-সংবাদ প্রতিদিন

বড় পরিবর্তন গুজরাটের আহমেদাবাদের খাবারের স্টলগুলিতে। আগেই প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, এবার থেকে আমিষ খাবার বিক্রি করতে হলে তা করতে হবে রেখেঢেকে। সেই পদক্ষেপের ফলেই এবার শহরের পথেঘাটে আমিষ বিক্রি করতে গিয়ে আতান্তরে পড়তে হয়েছে বিক্রেতাদের। স্কুল, কলেজ, ধর্মীয় স্থানের মতো জনবহুল স্থানগুলিতে আর পশরা সাজিয়ে বসতে পারছেন না তাঁরা। নয়া এই নিয়মের ধাক্কায় এবার রুজিরুটি হারিয়ে অস্তিত্বের সংকটে ভুগছেন ব্যবসায়ীরা।

সংবাদ সংস্থা এএনআইকে নিজেদের অসহায়তার কথা বলতে গিয়ে রাকেশ নামের এক আমিষ স্টলের মালিক জানিয়েছেন, ”হোটেলগুলিকে অনুমতি দিয়ে আমাদের নিষিদ্ধ করার কী অর্থ? সেখান থেকে কি আমিষের গন্ধ বেরোবে না?” নয়া নিয়ম ঘিরে এভাবেই বাড়ছে ফুটপাথের আমিষ বিক্রেতাদের বিপন্নতা ও ধন্দ।#

342/