‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ নভেম্বর ২০২১

১০:১৭:৩২ AM
1200316

লজ্জা-শরমের মাথা খেয়েছে ব্রিটিশ সরকার: হামাসের প্রতিক্রিয়া

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিজেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এটি এক বিবৃতিতে বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র সইসরাইল প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : হামাসের বিবৃতিতে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলা হয়, ফিলিস্তিন সংকটের ব্যাপারে ব্রিটেন তার অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করে যাচ্ছে।

হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রিটিশ সরকার ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ঐতিহাসিক ভুল সংশোধন ও ক্ষমা চাওয়ার পরিবর্তে নির্যাতিত ফিলিস্তিনিদের সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করেছে।      

বিবৃতিতে হামাস আরো বলেছে, এটি এ ধরনের ঘোষণায় ভয় পায় না বরং যেকোনো মূল্যে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপিরকর। বিবৃতিতে ফিলিস্তিন প্রসঙ্গে দ্বৈত নীতি পরিহার করতে ব্রিটেন ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এটি আরো বলেছে, ব্রিটেনসহ সব দেশের উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা।# 

342/