‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৪ ডিসেম্বর ২০২১

১১:০৪:৫৬ AM
1204967

আরো বহু পথ বাকি: ভিয়েনা বৈঠক নিয়ে চীনের মূল্যায়ন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সম্পর্কে চীন বলেছে, আলোচনায় ফল পেতে চাইলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। শুক্রবার ভিয়েনায় ইরান বিষয়ক সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর ওই আলোচনায় চীনা প্রতিনিধি ওয়াং কুন এ মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি বলেন, আমাদের আরো বহু কাজ বাকি এবং আমরা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে আবার ভিয়েনায় ফিরতে সম্মত হয়েছি।

চীনা প্রতিনিধি বলেন, প্রতিটি দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের কর্তৃপক্ষের সঙ্গে শলাপরামর্শ করার জন্য রাজধানীগুলোতে ফিরে গেছে।

এর আগে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শুক্রবার ভিয়েনায় শেষ হয়। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে প্রতিটি দেশের প্রতিনিধিরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শলাপরামর্শ করার জন্য নিজ নিজ দেশে ফিরে গেছেন।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মুরা বলেছেন, আগামী বুধ অথবা বৃহস্পতিবার আবার সব দেশের প্রতিনিধিরা আরো আলোচনার জন্য ভিয়েনায় ফিরে আসবেন।গত পাঁচ দিনের বৈঠকে বেশ কয়েকটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে মুরা উল্লেখ করেন।

342/