‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৫ ডিসেম্বর ২০২১

২:২৬:৩৩ PM
1205430

অপরাধ ঢাকতে মোটা অংকের অর্থ ব্যয় করেছে রিয়াদ : অ্যামনেস্টি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে, নিজের জঘন্য অপরাধ থেকে জনমতকে অন্যত্র সরিয়ে নিতে মোটা অংকের অর্থ ব্যয় করেছে সৌদি আরব।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নিজের জঘন্য অপরাধ ও নৃশংস হামলা থেকে জনমত ও মানবাধিকার রক্ষীদের মনোযোগ অন্যত্র সরিয়ে নিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অপরাধকে ধামাচাপা দিতে মোটা অংকের অর্থ ব্যয় করেছে সৌদি আরব। তথ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।

সৌদি আরব, আগের থেকে বদলে গেছে বলে যদি আন্তর্জাতিক সমাজে নিজেকে উপস্থাপন করতে চায় তাহলে তাদের উচিত আকিদাগত বিরোধের কারণে আটক সকল ব্যক্তিত্বকে শর্তহীন মুক্তি দেয়া। একইভাবে সকল কয়েদির উপর আরোপিত ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

ব্রিটিশ দৈনিক Ottawa Citizen লিখেছে: দেশের অভ্যন্তরে ও বাইরে সৌদি আরবের নামে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের মোটা ফাইল।

বিরোধী আকিদার অধিকারী এবং আলেম সমাজের বিরুদ্ধে সৌদি কর্মকর্তাদের বিভিন্ন পদক্ষেপের প্রতি ইঙ্গিত করে দৈনিকটি লিখেছে: সৌদি আরব ইয়েমেনে প্রতিনিয়তই যুদ্ধ অপরাধ করে চলেছে।

এদিকে, ব্রিটিশ মানবাধিকার পরিষদ Grant Liberty জানিয়েছে: সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ডের সংখ্যা দ্বিগুণে উন্নীত হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে আকিদাগত কারণে আটক ব্যক্তিদের উপর প্রদত্ত অন্যায় রায়ের সংখ্যাও বহু বলে নিশ্চিত করা হয়েছে।#176