‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১০ ডিসেম্বর ২০২১

২:৫৮:৫৮ PM
1207096

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

তাইওয়ানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। এর ফলে তাইওয়ানের সঙ্গে এখন বিশ্বের মাত্র ১৪টি দেশের কূটনৈতিক সম্পর্ক থাকলো।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ বেইজিংয়ের এই দাবির প্রতি সমর্থন জানায়।

নিকারাগুয়া এক বিবৃতিতে বলেছে, “নিকারগুয়া প্রজাতন্ত্রের সরকার ঘোষণা করছে যে, বিশ্বে একটি মাত্র চীন আছে। গণপ্রজাতন্ত্রী চীন হচ্ছে একমাত্র বৈধ সরকার যা পুরো চীনের প্রতিনিধিত্ব করে এবং তাইওয়ান হচ্ছে চীনের একটি অবিচ্ছেদ্য ভূখণ্ড। নিকারাগুয়া প্রজাতন্ত্রের সরকার আজ থেকে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে এবং সব ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক বাতিল করল।”  

নিকারাগুয়া সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই চীনের স্টেট কাউন্সিলের তথ্য দপ্তর বলেছে, দুই দেশ আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তিয়ানজিনে একটি যৌথ ঘোষণায় সই করেছে। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। জবাবে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিকারাগুয়ার পদক্ষেপে গভীর দুঃখ প্রকাশ করে বলেছে, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার এই সিদ্ধান্ত তাইওয়ানের জনগণের বন্ধুত্বের প্রতি অসম্মান।#   

342/