‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৪ ডিসেম্বর ২০২১

১:২৯:৪৩ PM
1208458

সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, এটা গণতন্ত্রকে হত্যা : রাহুল গান্ধি

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে ১২ জন বিরোধী এমপিকে সাসপেন্ড করার প্রতিবাদে কংগ্রেসসহ বিরোধী এমপিরা আজ সংসদ চত্বরে গান্ধি মূর্তির পাদদেশ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (মঙ্গলবার) ওই প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, শিবসেনা এমপি সঞ্জয় রাউতসহ বেশ কিছু বিরোধী এমপি রাজ্যসভা থেকে সাময়িকভাবে বরখাস্ত করা এমপিদের সমর্থনে মিছিলে শামিল হন। 

প্রতিবাদ মিছিলে শামিল হয়ে রাজ্যসভা থেকে ১২ জন এমপিকে সাসপেন্ড করা প্রসঙ্গে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে একে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা ও গণতন্ত্রের হত্যা বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিরোধীরা সোচ্চার হওয়ার চেষ্টা করলে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের হত্যা। রাহুল গান্ধি বলেন, বিরোধী এমপিদের সাসপেন্ড করার ঘটনা ১৪ দিন হয়ে গেছে। সংসদে জনগণের বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিতর্ক করতে চাইলেও সরকার বিতর্ক করতে দিচ্ছে না। বিরোধী এমপিরা সোচ্চার হলেই তাদেরকে ধমক দিয়ে ভয় দেখিয়ে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রকে হত্যা। প্রধানমন্ত্রী সংসদে আসেন না। গণতন্ত্র রক্ষায় এটা কোনও পদ্ধতি নয়। 

মিছিলে যোগদানকারী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন,   গত অধিবেশনে যা হয়েছিল তা এই অধিবেশনে তোলা হয়েছিল, যদিও এই অধিবেশনের সাথে এর কোনও সম্পর্ক নেই। আমরা পিকনিক করতে  হাউসে আসি না, আমরা সাধারণ মানুষের ইস্যুগুলো তুলতে হাউসে আসি। 

২৯ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। তার আগে বিরোধী এমপিদের সাসপেনশন প্রত্যাহার করা না হলে বিরোধীদের প্রতিবাদ আন্দোলন চলবে।#

342/