‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৮ ডিসেম্বর ২০২১

৩:৫২:৫৮ PM
1209793

ভারতের স্বৈরাচারী শক্তিকে উৎখাত করতে পারে একমাত্র তৃণমূল : অভিষেক

সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ভারতের স্বৈরাচারী শক্তিকে উৎখাত করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আসন্ন কোলকাতা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজ (শুক্রবার) দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ওই সমাবেশে বলেন, ‘নির্বাচনে বিজেপি ও বা সিপিএম যদি ঘোঁট পাকানোর চেষ্টা করে আমাদের রুখে দাঁড়াতে হবে। তার কারণ, তৃণমূল কংগ্রেসের উপরে এবল বাংলার ১০ কোটি মানুষ এখন তাকিয়ে নেই, ভারতবর্ষের ১৩০ কোটি মানুষ তাকিয়ে রয়েছে। ভারতবর্ষের স্বৈরাচারী শক্তিকে হঠিয়ে উৎখাত করে ২০২৪ সালে দিল্লির বুকে উন্নয়নমুখী, গণতান্ত্রিক গঠনমূলক একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে একমাত্র তৃণমূল, জাতীয় কংগ্রেস নয়। সারা দেশ তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে।’ 

পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় আগামী ১৯ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। কোলকাতা পৌরসভায় মোট ১৪৪ টি আসন রয়েছে। ২০১৫ সালের নির্বাচনে তৃণমূলের দখলে ছিল ১১৪টিতে। অন্যদিকে, বামফ্রন্ট ১৫, বিজেপি ৭, কংগ্রেস ৫ ও অন্যরা ৩টি আসনে জয়ী হয়েছিলেন।         

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসবের মেজাজে নির্বাচন হলে ১৩৫ টার বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে। ৯৫ শতাংশ আসনে তৃণমূল জয়ী হবে বলেও তিনি মন্তব্য করেন। 

অন্যদিকে, বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও বর্তমান জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন,  সবাই ভয়ের মধ্যে আছে যে তৃণমূল ভোট লুঠ করবে। ২০১৫ সালের ইতিহাস সবার মনে আছে, সেই ঘটনা সবার সামনে আছে, পঞ্চায়েত নির্বাচনের কথা সবার মনে আছে। মানুষ যেন বাইরে এসে ভোট দিতে পারে সেরকম পরিবেশ তৈরি করার দরকার আছে নইলে এই নির্বাচন প্রহসনে পরিণত হবে। # 

342/