‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৮ ডিসেম্বর ২০২১

৩:৫৬:০৯ PM
1209798

ভারতে ‘হিন্দু’ বনাম ‘হিন্দুত্ববাদী’দের মধ্যে লড়াই চলছে : রাহুল

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি বলেছেন, ভারতে আজ ‘হিন্দু’ বনাম ‘হিন্দুত্ববাদী’দের মধ্যে লড়াই চলছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজ (শনিবার) উত্তর প্রদেশের আমেথিতে দলীয় এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে এ ধরণের মন্তব্য করেন। 

হিন্দি গণমাধ্যম ‘আজতক’ জানিয়েছে, হিন্দু ও হিন্দুত্বের প্রসঙ্গ উল্লেখ করে রাহুল গান্ধি বলেন, গান্ধিজী বলেছিলেন, হিন্দুর পথ সত্যাগ্রহ, অন্যদিকে হিন্দুত্ববাদীর পথ ক্ষমতার প্রতি আগ্রহ। যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সে ‘হিন্দু’ আর যে সহিংসতা ছড়ায় সে ‘হিন্দুত্ববাদী’।  

আমেথিতে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে রাহুল গান্ধি বলেন, আজ একদিকে হিন্দুরা আছে, যারা সত্যের কথা বলে। অন্যদিকে,  ‘হিন্দুত্ববাদীরা’ আছে, যারা ঘৃণা ছড়ায় এবং ক্ষমতা ছিনিয়ে নিতে তারা  যে কোনো কিছু করতে পারে। তিনি বলেন, ভারতে আজ ‘হিন্দু’ বনাম ‘হিন্দুত্ববাদী’দের মধ্যে লড়াই চলছে।       

এরআগে, রাহুল গান্ধি বলেন, সরকার কৃষকদের স্বার্থে কৃষি আইন প্রণয়নের কথা বলেছিল। কিন্তু এক বছর পরে, প্রধানমন্ত্রী এ জন্য ক্ষমা চেয়েছেন। সরকার যে আইনই আনুক না কেন, তা বিমুদ্রাকরণ, ‘জিএসটি’ বা কৃষি আইন হোক, তাতে কারও কোনো লাভ হয়নি।

রাহুল গান্ধি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, চীনের সেনা ভারতের মধ্যে ঢোকেনি। কিন্তু চীনা সেনারা হাজার কিলোমিটার ভারতীয় জমি দখল করেছে। উনি কিছু করেননি, কিছু বলেননি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি কেউ নেয়নি, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে চিন জমি নিয়েছে।

‘দেশে বেকারত্ব ও মূল্যস্ফীতি দু’টি বড় সমস্যা। কিন্তু সরকার কখনোই এ  দু’টি প্রশ্নের উত্তর দেয় না। দেশে কেন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, তা বলতে পারছেন না প্রধানমন্ত্রী। তরুণরা কেন কর্মসংস্থান পাচ্ছে না, মূল্যস্ফীতি এত দ্রুত বাড়ছে কেন?’ বলেও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এমপি।    

আজকের ওই সমাবেশে কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধি ও কংগ্রেসের অন্য নেতারা কেন্দ্রীয় রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। #

342/