‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২ জানুয়ারী ২০২২

৬:৪০:৫৯ PM
1214796

দক্ষিণ কোরিয়ার নাগরিক চলে গেছেন উত্তর কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি কঠোর নিরাপত্তাবেষ্টিত সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় চলে গেছেন। তিনি মূলত দক্ষিণ কোরিয়ার পক্ষ ছেড়ে উত্তর কোরিয়ার পক্ষ নেয়ার কারণে এই ঘটনা ঘটিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : বিশ্লেষকরা বলছেন, সাধারণত উত্তর কোরিয়া ছেড়ে অনেকেই দক্ষিণ কোরিয়ায় চলে যান। এবার ব্যতিক্রমী ঘটনা ঘটলো যাকে পর্যবেক্ষকরা দুর্লভ ঘটনা বলে আখ্যায়িত করছেন।

দক্ষিণ কোরিয়া থেকে এক ব্যক্তির উত্তর কোরিয়ায় চলে যাওয়ার বিষয়টি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ আজ (রোববার) জানান, তাদের সেনারা নজরদারির যন্ত্র দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে ওই ব্যক্তির চলে যাওয়ার বিষয়টি চিহ্নিত করেছে। তিনি বলেন, সীমান্তের পূর্ব দিক থেকে রাত ৯টা ২০ মিনিটের সময় তিনি দক্ষিণ কোরিয়া সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় চলে যান।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস স্টাফ আরো বলেন, ওই ব্যক্তিকে ধরার জন্য সেনাসদস্যদেরকে পাঠানো হয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। সেনা সদস্যরা তার কাছে পৌঁছানোর আগেই তিনি সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ার ভেতরে ঢুকে পড়েন। দক্ষিণ কোরিয়া থেকে এভাবে সীমান্ত পার হওয়ার বিষয়টি দেশের প্রচলিত আইনে অবৈধ কাজ বলে গণ্য করা হয়।

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার কাছে ওই ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে একটি বার্তা পাঠিয়েছে তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কোনো জবাব দেয়া হয় নি।

উত্তর কোরিয়ায় যখন করোনাভাইরাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হয়েছে তখন দক্ষিণ কোরিয়া ছেড়ে উত্তর কোরিয়ায় চলে যাওয়ার এই ঘটনা ঘটলো। সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর এই পর্যন্ত উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ শনাক্ত করার কোনো ঘটনা এখনো প্রকাশ পায় নি।#



342/