‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৯ জানুয়ারী ২০২২

২:২০:০৭ PM
1217160

নেপালে অনুষ্ঠিত হল "হজরত ফাতিমা (সা.) মানব পূর্ণতার শিখর" সম্পর্কে আন্তর্জাতিক সেমিনার

নেপালে প্রথমবারের মত হজরত ফাতিমা (সা) এবং নারী সম্পর্কে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারে নেপালের পাঁচ ধর্মের প্রধান এবং বহু নেপালি মুসলিম অংশগ্রহণ করেন। কাঠমান্ডুর ইসলামিক সেন্টার ‘Islamic Center of The World Federation Nepal’ এর উদ্যোগে এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : উক্ত আন্তর্জাতিক সেমিনারের নামকরণ করা হয়েছে "Lady Fatima (S.A), the culmination of human perfection” হজরত ফাতিমা (সা.) মানব পূর্ণতার শিখর। 

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫১৫ কিলোমিটার দূরে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর, নেপালগঞ্জ বাঁকেতে প্রথমবার শিয়া-সুন্নি সম্মিলিত অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার (এক জানুয়ারি ২০২২) বেলা ১১ টায় এই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
হযরত ফাতিমা (সা) আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপালের হিন্দু ধর্মগুরু যোগী চন্দ্রনাথ মহারাজ। আর মুসলিম ধর্মগুরু হিসেবে বক্তব্য রাখেন নেপালের জাতীয় মাদ্রাসা শিক্ষা পরিষদের সাবেক সভাপতি মাওলানা মান্সুর আহমদ আরফি, এছাড়াও  খ্রিস্টান ধর্মগুরু ডাম্বার থাপা, শিখ ধর্মগুরু গ্রন্থি সোহান সিংহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
মহিলাদের মর্যাদা এবং হযরত ফাতিমা জাহরা (সা:) সম্পর্কে আলোচনা করেন ভারতের বিশেষ অতিথি মির্জা ইয়াসুব আব্বাস ও প্রধান অতিথি ডাঃ মেহদী মুসাভি।
উক্ত আন্তর্জাতিক সেমিনার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।#

342/