‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

১৬ জানুয়ারী ২০২২

৪:২৬:৪৬ PM
1219554

‘আবুধাবির কাঁচের ভবনগুলো আমাদের নাগালের মধ্যে’

ইয়েমেনে বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত তার সাম্প্রতিক যুদ্ধ তৎপরতা বাড়ানোর জন্য কঠোর জবাব পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের আল-মাসিরা পত্রিকা। পত্রিকাটি বলেছে, আবুধাবির ভঙ্গুর কাঁচের সুউচ্চ ভবনগুলো তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং সেখানে পৌঁছানো বেশ সহজ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (শনিবার) পত্রিকাটিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভাড়াটে গেরিলা এবং উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে ইয়েমেনের মারিব ও শাবওয়া প্রদেশে পাঠিয়ে বিপজ্জনক খেলায় মত্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

পত্রিকাটি বলেছে- “পর্যবেক্ষকরা নিশ্চিত যে, সংযুক্ত আরব আমিরাতের এই তৎপরতার জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে এবং দেশটির জনজীবন, সম্পদ এবং অর্থনীতির ক্ষতি হবে মারাত্মক। আমিরাতের এই ক্ষতি ইয়েমেনের ভেতরে তৎপর সন্ত্রাসীদের বেলায় যেমন হবে, তেমনি হবে দেশটির তেল স্থাপনাগুলোতে। আমিরাতের ভঙ্গুর কাচের ভবনগুলোতে পৌঁছানো খুবই সহজ।”

এর আগে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি কয়েকটি টুইটার পোস্টে জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে শাবওয়া প্রদেশ আরব আমিরাতের ভাড়াটে গেরিলারা বড় রকমের ক্ষয় ক্ষতির মুখে পড়েছে।#


342/