‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৫ জানুয়ারী ২০২২

৭:৩৭:২৬ PM
1222436

জাতিসংঘে ১২ সংস্থার চিঠি শান্তি মিশনে প্রভাব পড়বে না: মোমেন

গুরুতর মানবাধিকার লংঘনের দায়ে বাংলাদেশের আধা-সামরিক বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাবকে জাতিসংঘের শান্তি মিশনে না নেওয়ার জন্য ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে চিঠি দিয়েছে, এতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোক দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই। তবে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

১২ সংস্থার চিঠি যাচাই করছে জাতিসংঘ

ওদিকে, শান্তিরক্ষা মিশনে র‍্যাবকেকে নিষিদ্ধ করতে ১২ শীর্ষ মানবাধিকার সংগঠনের চিঠি প্রসঙ্গে জাতিসংঘ জানিয়েছে, তারা চিঠিটি দেখেছে, পড়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং র‍্যাবের নিষেধাজ্ঞা ইস্যুতে উত্থাপিত দুইজন সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক  এমন মন্তব্য করেন। তিনি  জানান, মানবাধিকার বিষয়টিকে জাতিসংঘ সবচাইতে বেশি অগ্রাধিকার দেয়।

বাংলাদেশে মানবাধিকার লংঘনের দায়ে জাতিসংঘ মিশনে র‍্যাবের ওপর  নিষেধাজ্ঞার যে দাবি উঠেছে পিসকিপিং ডিপার্টমেন্ট তা অধিকতর গুরুত্বের সঙ্গে  যাচাই করবে বলেও উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিবের এ মুখপাত্র।

ইউরোপীয় ইউনিয়নে চিঠি

এবার মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকার, র‍্যাব এবং পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে চিঠি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটির সদস্য স্টেফানেক ইভান।

স্লোভাকিয়ার এমপি স্টেফানেক ইভান গত ২০ জানুয়ারি এ চিঠিতে বাংলাদেশে আইনের শাসন না থাকা, বিচার বহির্ভূত হত্যা এবং দুর্নীতির মতো ইস্যুগুলোর উল্লেখ করে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন।

আজ গণমাধ্যমে প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, নাগরিক ও রাজনৈতিক অধিকার পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে।

সম্প্রতি র‍্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা তুলে ধরে স্টেফানেক ইভান লিখেছেন, অনেক বছর ধরে র‍্যাবের বিরুদ্ধে বার বার নিষেধাজ্ঞা দেয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সিনেট পরিষদ।

তাছড়া, বাংলাদেশে ক্ষমতাসীন দলের অমানবিক আচরণ নিয়ে এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান রিপোর্ট করেছে। এর মধ্যে আছে নির্বাচনের ফল জালিয়াতি করা অথবা রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনপীড়ন করা। বাংলাদেশে ভয়াবহ দুর্নীতি রয়েছে। আর পুলিশকে নিয়ন্ত্রণ করে সরকার। দুর্ভাগ্যজনক হলো- আরেকটি উদ্বেগজনক পরিসংখ্যান। তা হলো বাংলাদেশি বহু নাগরিক নিখোঁজের তথ্য। এই সংখ্যা পাঁচ শতাধিক। 

342/