‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩১ জানুয়ারী ২০২২

২:৪৩:৪৭ PM
1224539

আমেরিকাকে বার্তা দিতে দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে উপেক্ষা করে ২০১৭ সালের পর আজ (রোববার) দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রটি পাল্লা ঠিক কত তা সুস্পষ্টভাবে জানা যায় নি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : চীন সীমান্তবর্তী জাগাঙ প্রদেশ থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার উপর দিয়ে উড়ে গিয়ে দেশের পূর্ব উপকূলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপান এবং দক্ষিণ কোরিয়া দু'দেশই এই খবর দিয়েছে।

জাপানের কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি তার গতিপথে সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যায় এবং ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়ে।

২০২২ সাল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক মাসে উত্তর কোরিয়া ছয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো।

গত মঙ্গলবারও উত্তর কোরিয়া দীর্ঘ পাল্লার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। দেশটি পরমাণু যুদ্ধাস্ত্রের সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং আরো শক্তিশালী অস্ত্র তৈরি করবে বলে জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে তার প্রধান শত্রু আমেরিকাকে মূলত সতর্ক বার্তা দিতে চায়।#

342/