‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১২ ফেব্রুয়ারী ২০২২

১০:০৩:২৮ AM
1228617

সাগর-রুনি হত্যার আজো বিচার না হওয়ায় সহকর্মীদের ক্ষোভ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দশ বছরেও বিচার বা আসামিদের গ্রেপ্তার তো দুরের কথা, বহুল আলোচিত এ মামলার তদন্ত প্রক্রিয়াটিও আজ পর্যন্ত শেষ করতে পারেনি তদন্তের দায়িত্বে থাকা বাংলাদেশের এলিট ফোর্স বলে কথিত র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন ( র‍্যাব)।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : উল্লেখ্য,  ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ৮৫ বার সময় নিয়েও তদন্তকারীরা আদালতে প্রতিবেদন দিতে পারেননি । সর্বশেষ গত ২৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা র‍্যাবের  অ্যাডিশনাল এসপি খন্দকার শফিকুল আলমের আর এক দফা সময় বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত  আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন জমার নতুন তারিখ  নির্ধারণ  করে দিয়েছেন ।

তদন্ত দ্রুতই শেষ করা সম্ভব হবে: র‍্যাব

এদিকে আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের  মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন  ডেকে র‍্যাবের  লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন  জানিয়েছেন,  চাঞ্চল্যকর সাগর-রুনি হত্যা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্ত দ্রুতই শেষ করা সম্ভব হবে। তিনি বলেন, ‘মামলার তদন্তে যেসব তথ্য উপাত্ত ও আলামত পরীক্ষা-নিরীক্ষা করা দরকার, তা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে র‍্যাব । এ মামলার তথ্য-উপাত্ত প্রমাণের জন্য সরকার এতটাই গুরুত্ব দিয়েছে যে, আলামত পরীক্ষা করতে দেশের বাইরে পাঠানো হয়েছে। আলামত পরীক্ষার প্রতিবেদন পেতে সময় লেগেছে। আমরা মাত্র কিছুদিন আগে পেয়েছি। তদন্ত চলমান।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘তদন্ত নিয়ে খারাপ লাগার কিছু নেই। র‍্যাব  সবসময় চেষ্টা করে তদন্তে যেন নিরীহ নিরপরাধ মানুষ দোষী সাব্যস্ত না হয়। মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সবসময় আদালতকে অবহিত করছি। আমরা চাই, মামলাটি দ্রুত শেষ হোক এবং নিরপরাধ কেউ সাজা না পান।’

সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ:

অপরদিকে, দীর্ঘ ১০ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এমনকি তদন্ত কাজটিও সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

আজ  শুক্রবার সকালে  সেগুনবাগিচায়  ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গনে এক  প্রতিবাদ সমাবেশে  এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা । 

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ক্ষোভ প্রকাশ করে বলে, সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাদের হত্যাকারীদের প্রশাসন এখনও গ্রেপ্তার না করায় সাংবাদিক সমাজ তথা দেশবাসী হতাশ। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেয় তবে সারা দেশের মানুষের প্রত্যাশার বিচার কাজ  দ্রুত শেষ হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলাম খান তপু বলেন, ২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। ক্রমশ:  সে  সংখ্যাটি হয়তো  ১০০ বার অতক্রম  হয়ে যাবে। কালক্ষেপণ না করে এ মামলার  দ্রুত বিচার দেখতে চায় দেশবাসী। সমাবেশে বক্তব্য দেন  ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব প্রমুখ।#

342/