‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৯ ফেব্রুয়ারী ২০২২

১১:৩৩:৪২ AM
1231194

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে এমন ছক্কা মারুন বিজেপি যাতে বল খুঁজে না পায় : অখিলেশ

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, সমাজবাদী পার্টি যখন থেকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছে, তখন থেকেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিদ্যুৎ নিভে গেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তাদের ট্রান্সফরমার ফেটে গেছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে আজ (শুক্রবার) কানপুরে এক রোড শো চলাকালীন অখিলেশ যাদব ওই মন্তব্য করেন।  

অখিলেশ যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা যোগী আদিত্যনাথকে ‘বাবা মুখ্যমন্ত্রী’ বলে অভিহিত করেন। অখিলেশ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন,  ‘বাবা মুখ্যমন্ত্রী পশু ধরতে পারছেন না। এবং তার প্রিয় পশু (গরু) রাস্তায় ঘুরে বেড়ায়। তিনি ল্যাপটপ চালানো তো দূরের কথা ষাঁড়ও ধরতে পারছেন না।’

উত্তর প্রদেশে কসাইখানা বন্ধ এবং গরু জবাই নিষিদ্ধ হওয়ায় গরুর পাল কৃষকদের ফসল নষ্ট করে দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একইসঙ্গে যখন তখন সড়ক অবরুদ্ধ হয়ে যাচ্ছে বেওয়ারিশ গবাদি পশুর অবাধ চলাচলে। অখিলেশ আজ সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। 

অখিলেশ যাদব আজ এক সমাবেশে উপস্থিত যুবকদের উদ্দেশ্যে বলেন, ‘তরুণ যুবকরা এত পরিমাণে ভোট দেবেন ভারতীয় জনতা পার্টি যেন বল খুঁজে না পায়। আমরা  ক্রিকেট ইত্যাদি খেলেছি। কিন্তু ‘বাবা যোগী’ বল করতে পারছেন না, ব্যাটিং করতেও পারছেন না।’

এদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ কানপুরে এক নির্বাচনী সমাবেশে রাজ্যের সাবেক সমাজবাদী সরকারকে টার্গেট করে বলেন,  ‘২০১৭ সালের প্রথম পাঁচ বছরে প্রতি তৃতীয় দিনে দাঙ্গা হতো। ওই পাঁচ বছরে সাত শতাধিক দাঙ্গা হয়। তার দাবি,  ২০১৭ সালের পরে বিজেপি সরকারের সময়ে কোনও দাঙ্গা হয়নি। উত্তর প্রদেশ বর্তমানে দাঙ্গামুক্ত এবং গত পাঁচ বছরে সব শ্রেণির মানুষকে তিনি সুবিধা দিয়েছেন বলেও দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।#

342/