‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২ মার্চ ২০২২

১০:১২:৫৩ AM
1235001

নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক প্রস্তাবের নিন্দা জানাল ইরান

ইয়েমেনের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব পাস করেছে এবং তাতে যে ভাষা ব্যবহার করা হয়েছে তাতে দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরিবর্তে সংঘর্ষরত পক্ষগুলো পরস্পর থেকে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে। একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসন পরিচালনাকারীদের লবিস্টদের মাধ্যমে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এতদিন যে প্রচেষ্টা চলছিল এই প্রস্তাব তা ভণ্ডুল করে দেবে।

খাতিবজাদে বলেন, ইয়েমেন যুদ্ধের শুরু থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগ্রাসী শক্তিগুলোর পক্ষ অবলম্বন করে এসেছে। এর ফলে এই সংকটের সমাধান হওয়ার পরিবর্তে গত এক শতাব্দির সবচেয়ে শোচনীয় এই মানবিক বিপর্যয় দীর্ঘায়িত হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আগ্রাসনের হাত থেকে দেশকে রক্ষা করার চেষ্টা করছে। অথচ গত ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আনসারুল্লাহ যোদ্ধাদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে একটি প্রস্তাব পাস করে।

আগ্রাসী সৌদি জোটের অন্যতম শরিক সংযুক্ত আরব আমিরাত ওই প্রস্তাব উত্থাপন করেছিল।এই প্রস্তাব পাস হওয়ার ফলে সৌদি আরব আগের মতোই ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যেতে পারবে কিন্তু আনসারুল্লাহ যোদ্ধারা আগ্রাসনের হাত থেকে দেশ রক্ষার কাজে সমরাস্ত্র সংগ্রহ করতে পারবে না।#



342/