‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৫ মার্চ ২০২২

৪:০৯:৩৮ AM
1235916

পেশোয়ারে শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করলো দায়েশ

গতকাল জুমআর নামাজ চলাকালীন সময় পেশোয়ারের শিয়া মসজিদে চালানো আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে দায়েশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের পেশোয়ার শহরে গতকাল (শুক্রবার, ৪ মার্চ) জুমআর নামাজ চলাকালীন সময়ে মুসল্লীদেরকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

তাকফিরী এ সন্ত্রাসী গোষ্ঠীর দাবীর ভিত্তিতে, আত্মঘাতী এক ব্যক্তি পেশোয়ার শহরের একটি শিয়া মসজিদে জুমআর নামাজ আদায়রত মুসল্লিদের মাঝে নিজেকে বিস্ফোরিত করে এ সন্ত্রাসী হামলা চালায়।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ হামলায় ৫৭ জন মুসল্লি শহীদ এবং অন্তত ২০০ জন আহত হয়েছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, জুমআর নামাজ চলাকালীন সময়ে আত্মঘাতী ব্যক্তি মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে মসজিদের ভেতরে প্রবেশ করে নিজের সাথে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নৃশংস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়া খায়বার পাখতুন খোয়া রাজ্যের মূখ্যমন্ত্রী সন্ত্রাসী এ হামলার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, পাকিস্তানে আহলে বাইত (আ.)-এর অনুসারীরা সর্বদা বিভিন্ন উগ্রতাবাদী ও তাকফিরী গোষ্ঠীর সন্ত্রাসী হামলার হুমকিতে রয়েছে। আর তাদের নিরাপত্তার লক্ষ্যে বিশেষ কোন ব্যবস্থা না নেয়ার কারণে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে থাকে তারা।#176