‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৭ মার্চ ২০২২

৮:২৫:১০ AM
1236763

জম্মু-কাশ্মীরে গ্রেনেড হামলা: নিহত ১, পুলিশসহ আহত ২০

জম্মু-কাশ্মীরের শ্রীনগরের আমিরাকদলে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় ১ বেসামরিক ব্যক্তি নিহত এবং এক পুলিশ সদস্যসহ অন্য ২০ জন আহত হয়েছেন। আচমকা ওই বিস্ফোরণের পর ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আজ রোববার বিকেলের ওই ঘটনায় হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়েছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, আমিরাকদল বাজারে ওই বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ কর্মীসহ ২১ জন স্প্লিনটারের আঘাতে আহত হন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই ঘটনার খবর পেয়ে অন্যান্য নিরাপত্তা বাহিনী গোটা  এলাকা ঘিরে রেখেছে। হামলাকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি  চলছে। আহত সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।    

গণমাধ্যমে প্রকাশ,  আমিরাকদলে নিরাপত্তা বাহিনীর একটি দল মোতায়েন ছিল। এ সময়ে তাদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়  অন্য জায়গায় গিয়ে বিস্ফোরিত হয়। পুলিশের আইজি বিজয় কুমার বলেন, সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চলছে। 

গত ফেব্রুয়ারিতে অজ্ঞাত গেরিলারা শ্রীনগরের খাজা বাজার এলাকায় মোতায়েন থাকা পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করেছিল। গ্রেনেডটি রাস্তার মাঝখানে বিস্ফোরিত হওয়ায় বিস্ফোরণের ফলে আশেপাশের দোকানের কাঁচ ভেঙে যায়। অটো স্ট্যান্ডে রাখা একটি অটোও ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় কর্তব্যরত এক পুলিশ সদস্য আহত হলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে এফআইআর নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছে পুলিশ। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় হতাহতের ঘটনা ঘটলো। #

342/