‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৫ মার্চ ২০২২

৪:৩০:১২ PM
1239494

তেহরানস্থ আফগান দূতাবাস তালেবানকে দেওয়া হয়নি: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তেহরানে অবস্থিত আফগান দূতাবাস তালেবানের কাছে হস্তান্তর করা হয়নি। সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপি দাবি করেছে, ইরান ও উজবেকিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দিতে সক্ষম হয়েছে তালেবান সরকার।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :কিন্তু কাবুলে অবস্থিত ইরান দূতাবাস বলেছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তেহরানস্থ আফগান দূতাবাস তালেবানের দায়িত্বে দেওয়া হয়নি।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত তাদের গঠিত সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তবে তালেবান আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নরওয়েতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ইউসুফ গাফুরিয়ান বলেছেন, তারা সেখানে কঠিন সময় পার করছেন। তবে এখন পর্যন্ত তালেবান সরকারের সঙ্গে তাদের কোনো ধরণের যোগাযোগ প্রতিষ্ঠা হয়নি এবং গত কয়েক মাস ধরে তারা কোনো ধরণের বেতন পাননি।

ইতালিতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত খালেদ জাকারিয়া বলেছেন, কূটনৈতিকভাবে তালেবান সরকার স্বীকৃতি পায়নি। এ কারণে তারা তালেবান সরকারের কোনো নির্দেশ মেনে চলছেন না।#  

342/