‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৭ মার্চ ২০২২

১১:১৩:৫৬ AM
1240148

‘শুভেন্দু অধিকারী আমাদের ধমক দিয়ে গেছেন’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছেন, শুভেন্দু অধিকারী আমাদের ধমকি দিয়ে গেছেন। তিনি বলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক কৃষ্ণ কল্যানী তাকে জানিয়েছেন, শুভেন্দু আয়করের নোটিস দেওয়ার হুমকি দিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :মমতা বলেন, তাহলে বুঝুন কে আয়কর দফতর চালায়, কে-ই বা চালায় ‘সিবিআই’।  

আজ (বুধবার) বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। এ প্রসঙ্গে মমতা বলেন, ওরা ভয় পেয়ে পালিয়ে গেল। বিজেপি বিধায়কদের টার্গেট করে মমতা বললেন, ওরা পালিয়ে গেল এই ভয়ে যদি আমি গরু পাচার, বালি খাদান, পরিবহন সংক্রান্ত দুর্নীতির কথা বলে দিই সেজন্য।  

এ দিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন,  ‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। আপনি আমার বিরুদ্ধে বহু মামলা করেছেন। আমি হাই কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান।’ 

তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বিধানসভায় ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। সরকারি দল পরিকল্পিতভাবে বিধানসভায় হট্টগোল করছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান। প্রতিহিংসার কারণে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করছেন। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে।’ ‘কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তাই দরকার’ বলেও মন্তব্য করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। #

342/