‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৮ মার্চ ২০২২

৫:৫৭:৪২ PM
1240480

ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও ন্যাটোই দায়ী: চীন

চীন আবারও বলেছে, ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও 'উত্তর-আটলান্টিক নিরাপত্তা জোট' তথা 'ন্যাটো'ই দায়ী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই মন্তব্য করে বলেছেন, এই সংকট সমাধানের চাবিও রয়েছে মার্কিন সরকার ও ন্যাটো জোটের হাতে। তার মতে ন্যাটো জোট সম্প্রসারণের নীতিই এ সংকটের জন্ম দিয়েছে। 

আসলে ওয়াশিংটন মনে করে বিশ্বজুড়ে মার্কিন মোড়লিপনার পথে চীন ও রাশিয়া সবচেয়ে বড় বাধা হওয়ায় এ দুই পরাশক্তিকে দুর্বল ও সীমিত করা উচিত। আর এ লক্ষ্যেই রাশিয়ার আশপাশে ও সীমান্তের কাছে ন্যাটো জোটের বিস্তার ঘটানোর কাজ শুরু করে ওয়াশিংটন। তাই স্বাভাবিকভাবেই রাশিয়া নিজের ভূ-কৌশলগত নিরাপত্তার স্বার্থে ন্যাটো জোটের এ ধরনের বিস্তারকে মেনে নিতে পারে না। ইউক্রেনকে ন্যাটো জোটভুক্ত করার বিরুদ্ধে বহু বছর ধরে মস্কোর বার বার হুঁশিয়ারি ও ন্যাটোর পক্ষ থেকে এই হুঁশিয়ারি উপেক্ষিত হওয়ায় অবশেষে সেখানে সেনা অভিযান চালানোকে এরই আলোকে দেখা উচিত। 

ইউক্রেনে সংকট সৃষ্টি করে মার্কিন সরকার চীন ও রাশিয়ার কৌশলগত ঐক্যেও ফাটল ধরানোর চেষ্টা করছে। সম্প্রতি ওয়াশিংটন বেইজিংয়ের বিরুদ্ধে নানা অভিযোগ প্রচার করেছে। যেমন, রাশিয়া নাকি চীনকে অস্ত্র পাঠাতে বলেছে। এ ছাড়াও রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে তুলতে চীনের সম্ভাব্য সহযোগিতার বিরুদ্ধে বার বার ওয়াশিংটনের হুঁশিয়ারিও লক্ষণীয়। মার্কিন সরকার খুব ভালো করেই এটা বোঝে যে চীন ও রাশিয়া পাশ্চাত্যের মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান নিলে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন মোড়লিপনা ভেঙ্গে পড়বে। 

বিশ্লেষকরা বলছেন, মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলায় ও পশ্চিমা মডেলের কথিত গণতন্ত্র চাপিয়ে দেয়া এবং চীন ও রাশিয়ার ঘরোয়া বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের বিরুদ্ধে মস্কো ও বেইজিংয়ের ঐক্যবদ্ধ প্রতিরোধকামী অবস্থান মার্কিন সরকারের অনেক হিসেব নিকেশকে বানচাল করে দিয়েছে।  

যা-ই হোক ইউক্রেনের প্রতি মার্কিন সরকার, ন্যাটো ও পশ্চিমা শিবিরের অপর্যাপ্ত বা খুব কম সহযোগিতা থেকে তাদের অন্য মিত্ররা এ বার্তা পেয়েছে যে মার্কিন সরকার, ন্যাটো ও ইউরোপিয় জোট তথা পশ্চিমা শিবির কেবল তাদের স্বার্থকেই অন্য সব কিছুর চেয়ে গুরুত্ব দেয়। ইউক্রেনও এখন এটা বুঝতে পেরেছে যে দেশটি ন্যাটো ও পশ্চিমা শিবিরের রাজনৈতিক খেলার বলির পাঠা হয়েছে মাত্র। আর এ খেলার বাস্তবতায় ভয়াবহ মূল্য দিতে হয়েছে ইউক্রেনের জনগণকে।   #


342/