‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৯ মার্চ ২০২২

৩:২৮:২৬ PM
1240827

'দ্য কাশ্মীর ফাইলস' সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে: জিতন রাম মাঝি

ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও হিন্দুস্তান আওয়ামি মোর্চা (হাম) দলের জাতীয় সভাপতি জিতন রাম মাঝি বহুলালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা সম্পর্কে বলেছেন, 'দ্য কাশ্মীর ফাইলস' সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে। সিনেমাটি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা এবং বিরোধীদের সমালোচনার মধ্যে এবার ‘হাম’ দলের সভাপতি জিতন রাম মাঝি’র বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এলো।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :আজ (শনিবার) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ সূত্রে প্রকাশ, জিতন রাম মাঝি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস' সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে। এটা দেখিয়ে সন্ত্রাসী সংগঠনগুলো কাশ্মীরি ব্রাহ্মণদের মধ্যে ভয়-ভীতির পরিবেশ তৈরি করছে। যাতে কাশ্মীরি ব্রাহ্মণরা ভয়ে পুনরায় কাশ্মীরে না যেতে পারে।’   

জিতন রাম মাঝি এখানেই থেমে থাকেননি। তিনি চলচ্চিত্রের ইউনিট সদস্যদের সন্ত্রাসীদের সাথে সংযোগের ইঙ্গিতও করেছেন। তিনি আরও বলেন, দ্য কাশ্মীর ফাইলস ছবির ইউনিট সদস্যদের সন্ত্রাসী সংযোগের তদন্ত করা উচিত।

প্রসঙ্গত, একদিকে, বিজেপি সমন্বিত ‘এনডিএ’ সরকার বিহারে এই চলচ্চিত্রটিকে করমুক্ত করেছে। অন্যদিকে, ‘এনডিএ’ জোটের শরিক নেতা জিতন রাম মাঝি এই ছবিটিকে সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করছেন।

উত্তর প্রদেশসহ বিজেপিশাসিত রাজ্যগুলোতে ‘দ্য কাশ্মীর ফাইল্স’ সিনেমাকে করমুক্ত করা হয়েছে। বিজেপিশাসিত অসম সরকার আরও একধাপ এগিয়ে সরকারি কর্মীরা এই ছবি দেখতে গেলে অর্ধদিবস ছুটি পাবেন ঘোষণা করেছে। ১৯৯০ সালে উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা নিয়ে তৈরি সিনেমা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অনেক বছর ধরে চেপে রাখা সত্যের প্রকাশ ঘটেছে।

অন্যদিকে, কংগ্রেসশাসিত ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও অন্যরা ওই সিনেমাকে অর্ধসত্য বলে অভিযোগ করেছেন। সম্প্রতি, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ রাজ্যে ওই ছবিটিকে করমুক্ত করার ঘোষণা করেন। যার বিরোধিতা করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ নেত্রী রাবড়ি দেবী। রাবড়ি দেবীর দাবি, গুজরাটের গোধরা দাঙ্গা নিয়েও একটি চলচ্চিত্র তৈরি করা উচিত।#

342/