‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৯ মার্চ ২০২২

৩:৩৭:১৭ PM
1240840

সয়াবিন তেলের অতিরিক্ত মূল্যের প্রতিবাদ করায় ক্রেতার মাথা ফাটাল দোকানদার

ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেল কিনতে গিয়ে অতিরিক্ত মূল্যের প্রতিবাদ করায় জাকির হোসেন (৪৩) নামে এক ক্রেতার মাথা ফাটিয়ে দিয়েছে দোকানদার। শুক্রবার বিকেলে শহরের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :দোকানি শাফি উদ্দিন এক লিটার সয়াবিন তেলের মূল্য দাবি করেন ১৮০টাকা।  ক্রেতা জাকিরের যুক্তি বোতলের গায়ে লেখা আছে ১৬০ টাকা, দোকানি ১৮০ টাকা কেনো নেবে?। এ নিয়ে জাকির হোসেন প্রতিবাদ করলে দোকানদার চেয়ার তুলে তার উপর হামলা করলে গুরুতর আহত হন জাকির হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই দোকানদার তার দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। দেশে নিত্যপণ্যের দাম চড়তে থাকায় সাধারন ভোক্তা-ক্রেতা আর দোকানি সবারই মাথায় রক্ত চড়ে গেছে। দারুন উদ্বেগে রয়েছে সরকার। কয়েকটি আমদানি পণ্যের ওপর শুল্ক কমিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

এর আগে সরকারের কোন কোন মন্ত্রী মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি বা  বিএনপি’র  মদদে দ্রব্যমুল্য বৃদ্ধি ঘটছে বলে সাফাইয়ের চেষ্টা করলেও এখন সরকারের মন্ত্রীরাই বলতে শুরু করেছেন এসব অসাধু ব্যাবসায়ীদের কারসাজি। ইতোমধ্যে বাজারে  ভ্রাম্যমান আদালত পাঠিয়েও লাভ হয় নি। আর আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির অজুহাত নিয়ে মন্ত্রী আমলাদের যুক্তিতে চিড়ে ভিজছে না মোটেই। ব্যার্থতার কারণে মন্ত্রীদের পদত্যাগের দাবী উঠলেও তাকে আমল দিতে চাইছেন না সংশ্লিষ্ট বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘শুধু বাংলাদেশ নয়, দ্রব্যমূল্য বাড়ায় সারা বিশ্ব কষ্টে রয়েছে । আজীবন দ্রব্যমূল্য বাড়তেই থাকবে। অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করে সরকারের সুনাম নষ্ট করছে। তবুও দেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে  সরকার।

রোববার থেকে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

এ অবস্থায় আসন্ন রমজান উপলক্ষ্যে আগামীকাল রোববার (২০ মার্চ) থেকে ১ কোটি নিম্ন আয়ের মানুষকে দেওয়া হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ড। এরই মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১২ লাখ ও বরিশাল সিটিতে ৯০ হাজার মানুষের মাঝে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

এ ছাড়া সারা দেশে প্রশাসনের সহায়তায় ৩০ লাখ পরিবারকে টিসিবির কার্ড দেওয়া হয়েছে। আগামী ২০-৩১ মার্চ প্রথম পর্যায়ে  প্রত্যেক কার্ডধারীকে ১১০ টাকা কেজি দরে দেওয়া হবে ২ লিটার সয়াবিন, ৫৫ টাকা কেজিতে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে। ইতোমধ্যে জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পণ্যসামগ্রী পৌঁছে গেছে বলে জানিয়েছে টিসিবি। টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম জেলা প্রশাসনের পাশাপাশি তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়।#

342/