‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৯ মার্চ ২০২২

৩:৩৮:০২ PM
1240841

গ্লোবাল হ্যাপিনেস ইনডেক্স ২০২২-এ ভারত ১৪০তম, প্রতিক্রিয়া সীতারাম ইয়েচুরির

গ্লোবাল হ্যাপিনেস ইনডেক্স ২০২২-এ ভারত ১৪০তম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানেরও পিছনে রয়েছে ভারত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :দক্ষিণ এশিয়া সূচকের ওই তালিকা সম্পর্কে, আজ (শনিবার) সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন যে ক্রমবর্ধমান ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি মানুষের সুখ কেড়ে নিচ্ছে। 

২০২২ সালের জন্য প্রকাশিত গ্লোবাল হ্যাপিনেস ইনডেক্স র‍্যাঙ্কিং পাকিস্তান ৬৭ তম, ভুটান ৯৫তম, নেপাল ১০০তম, বাংলাদেশ ১২৫, শ্রীলঙ্কা ১৩০তম এবং ভারত ১৪০তম স্থানে রয়েছে। ২০২১ সালের তালিকায় ভারত ১৩৬ তম স্থানে ছিল। একইসময়ে, পাকিস্তান ১০৩ তম, বাংলাদেশ ও চীন যথাক্রমে ১০১ তম ও ৮৪তম স্থানে ছিল। এমন পরিস্থিতিতে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি আজ এক বার্তায় বলেন, ‘ভারতীয় জনগণের ক্রমবর্ধমান ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, মূল্যস্ফীতির পাশাপাশি সামাজিক সম্প্রীতির অবনতি মানুষের সুখ কেড়ে নিচ্ছে।

সাম্প্রদায়িক জাতীয়তাবাদী জিঙ্গোইজম অর্থনৈতিক সঙ্কট ও সামাজিক অস্থিরতার জন্ম দেয়, যা মানুষের দুর্দশা বাড়িয়ে দেয়।’ হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় প্রকাশ, সর্বশেষ তালিকা অনুযায়ী, ভারতের চেয়ে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের মানুষ বেশি সুখী। ভারত ও পাকিস্তানের মধ্যে গ্লোবাল হ্যাপিনেস সূচকের তুলনা করে, দক্ষিণ এশিয়া সূচকে বলা হয়েছে যে পাকিস্তানের পরিস্থিতি আগের বছরের তুলনায় উন্নত হয়েছে। 

ভারতে ক্ষুধা সংক্রান্ত সহায়তা কাজের সাথে সম্পর্কিত আইরিশ সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফের যৌথ প্রতিবেদনে একে  বিপজ্জনক বলে অভিহিত করা হয়েছে।#

342/