‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৩১ মার্চ ২০২২

৪:২০:৩২ PM
1243425

রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে ডলার বাদ দেওয়ার সম্ভাবনার কথা জানাল চীন

রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে মুদ্রা হিসেবে রুবল বা ইয়ান ব্যবহারের ইঙ্গিত দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না। চীনের কোম্পানিগুলো এ ক্ষেত্রে আগ্রহী বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনা কোম্পানিগুলো বাজার পরিস্থিতির পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে পারস্পরিক স্বার্থে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে আরও সক্রিয়ভাবে নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব প্রতিষ্ঠান অর্থ লেনদেনের সময় তাদের চাহিদা অনুযায়ী দুই দেশের যেকোনো একটি মুদ্রা নির্বাচন করবে। এর ফলে অনেক ঝুঁকি ও ঝামেলা কমবে এবং অন্য মুদ্রায় রূপান্তর সংক্রান্ত ব্যয় হ্রাস পাবে।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভও গতকাল বলেছেন, ডলার ও ইউরো ত্যাগ করার সম্ভাবনা এখন আর অবাস্তব বলে মনে হচ্ছে না। আঞ্চলিক মুদ্রার যুগ আসছে। বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি চীন ও সৌদি আরব চীনা মুদ্রা ইয়ানে তেল বাণিজ্য করার বিষয়ে আলোচনা করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন ডলারের ওপর নির্ভরশীল হওয়ার কারণে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় দীর্ঘ দিন ধরে আধিপত্য বজায় রেখেছে আমেরিকা। দেশটি এই সুযোগে নিজের মর্জি মতো বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে।

342/