‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৩১ মার্চ ২০২২

৪:২৩:৪৫ PM
1243431

পেট্রোল, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন

ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ইত্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :আজ (বৃহস্পতিবার) কংগ্রেস পার্টির এমপি এবং অন্য নেতারা দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির নেতৃত্বে সংসদ ভবনের  কাছে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। কংগ্রেসের   'মুদ্রাস্ফীতি মুক্ত ভারত' অভিযান কর্মসূচির অংশ হিসেবে সংসদের উভয় কক্ষের কার্যক্রম শুরু হওয়ার প্রায় দেড় ঘন্টা আগে দলীয় এমপিরা বিজয় চকে অবস্থান করেন। 

ওই ইস্যুতে আজ যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘মোদী সরকারের এই লুটপাটকে দেশ ক্ষমা করতে পারবে না! আকাশ ছোঁয়া জ্বালানির দাম, নিত্যপ্রয়োজনীয় জিনিস ব্যয়বহুল, কতদিন পর্যন্ত ভারতকে লুট করবে মোদি সরকার?’  

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, সরকারকে পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করা উচিত এবং কোনও ভাবেই বাড়ানো উচিত নয়। কারণ মূল্যস্ফীতির ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ সময়ে রাহুল গান্ধী মোটর বাইকে মালা পরান এবং অন্যান্য কংগ্রেসীরা গ্যাস সিলিন্ডারের পুজো করেন।  

আজকের ওই কর্মসূচিতে রাহুল গান্ধী ছাড়াও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং আরও অনেক এমপি ধর্না-অবস্থান কর্মসূচিতে শামিল হন। কংগ্রেস এমপিরা ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।       

পরে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন,  ‘কংগ্রেস দল দেশ জুড়ে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে, বিশেষ করে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে। গত ১০ দিনে নয় বার মূল্যবৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি থেকে সরকার হাজার হাজার কোটি টাকা আয় করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব ও মধ্যবিত্তরা।’      

 রাহুল গান্ধী সরকারের উদ্দেশ্যে পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ এবং দাম বৃদ্ধি বন্ধ করার দাবি জানান। ‘রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের দাম দ্বিগুণ হয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০২ টাকা হয়েছে। সরকার একটাই কাজ করছে- গরিবের পকেট থেকে টাকা বের করে দুই/তিনজন বড় শিল্পপতিকে লাভবান করছে’ বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এমপি। #

342/