‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৫ এপ্রিল ২০২২

৬:১৮:৪৪ PM
1245105

অনাস্থা প্রস্তাব খারিজ সংক্রান্ত সংসদীয় কার্যবিবরণীর রেকর্ড চেয়েছে পাক সুপ্রিম কোর্ট

পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করার বিষয়ে সংসদীয় কার্যবিবরণীর রেকর্ড চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :আজ (মঙ্গলবার) পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই নির্দেশনা দিয়েছে। আজ দিনের শুরুতে পাকিস্তানের বিরোধীদলগুলো দায়ের করা মামলার শুনানি শেষে পাক সুপ্রিম কোর্ট এ নির্দেশনা দেয়।

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর গত ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা ছিল কিন্তু জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি ওই অনাস্থা প্রস্তাবকে সংবিধানের ৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক আখ্যা দিয়ে তা খারিজ করে দেন। এরপর প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভী সংসদ ভেঙে দেন এবং তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগসহ বিরোধীদলগুলো পাকিস্তান জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের এবং প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে নিতে পারে নি। ফলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এ নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো শুনানি হলো। 

চলমান ঘটনাবলীতে পাকিস্তানের রাজনীতি গভীর সংকটের মধ্যে পড়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ের ওপর সেই সংকট সমাধানের অনেক কিছু নির্ভর করছে।#



342/