‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৭ এপ্রিল ২০২২

১১:০২:৩২ AM
1245712

বাংলায় অরাজকতার রাজনীতিতে হাত মিলিয়েছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম : কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘বাংলায় অরাজকতার রাজনীতিতে হাত মিলিয়েছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম।’ তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তারা একজোট হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাটে হাত মিলিয়ে বাংলা বিরোধী, বাংলার মানুষের বিরোধী, তৃণমূল বিরোধী, সরকার বিরোধী ষড়যন্ত্র করছে। এবং তাতে বাংলার ভাবমূর্তি নষ্ট করতে তারা কোথাও পিছপা হচ্ছে না। কারণ, তাদের এমন রাজনীতি  দরকার। তারা মানুষের সঙ্গে থাকতে পারছে না, মানুষের সমর্থন তারা পাচ্ছে না, ফলে সরকারকে উত্যক্ত করতে তাদের অরাজকতার রাজনীতিতে হাত মিলিয়েছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম।’ 

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাকে ‘বেইমান, অকৃতজ্ঞ, মেরদন্ডহীন’ বলে কটাক্ষ করেছেন। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে ‘বেশি খেতে চেয়েছে’ বলে মন্তব্য করেছেন। আমি স্পষ্ট বলতে চাই, পশ্চিমবঙ্গে সবচেয়ে খিদেওয়ালা পরিবার ‘অধিকারী প্রাইভেট লিমিটেড’। বাবা সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, বড় ভাই বা মেজো ভাই পুরসভার চেয়ারম্যান। মেজোভাই কখনও সাংসদ, কখনও মন্ত্রী, কখনও সবরকম পদে। আরেক ভাই তিনিও সাংসদ। যে পরিবারের প্রত্যেকটা সদস্য ‘আরও খাবো’, ‘আরও খাবো’, আরও দাও, আরও দাও, দলের পদ দাও, সরকারের পদ দাও করেছে। তৃণমূল কংগ্রেসের শহীদের রক্ত, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগের উপর ভর করে ‘একটা পরিবারের সবাই’ যদি রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়ে থাকে সেটা হল ‘অধিকারী প্রাইভেট লিমিটেড’। সে বলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে! ‘বেইমান,  অকৃতজ্ঞ,  মেরদন্ডহীন’!’  

নারদ আর্থিক দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’য়ের এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও উনি বিজেপিতে যুক্ত হওয়ায় ‘সিবিআই’ তাকে কিছু বলছে না বলে মন্তব্য করেন কুণাল ঘোষ। ‘উনি বিজেপিতে গিয়ে ‘বিজেপি নেতাদের জুতো পালিশ করে’ বেঁচে গেছেন’ বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।#

342/