‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৪ এপ্রিল ২০২২

১০:৩৩:৪৯ AM
1247886

ইরান দূতাবাসের সামনে আফগানদের সমাবেশ; সম্পর্ক শক্তিশালী করার আহ্বান

ইরান ও আফগানিস্তানের সম্পর্কে ফাটল ধরানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আফগান নাগরিকরা। তারা সব ধরনের ষড়যন্ত্র নস্যাত করে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার আহ্বান জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :গতকাল (বুধবার) কাবুলস্থ ইরান দূতাবাসের সামনে সমাবেশ করে একদল আফগান নাগরিক এ আহ্বান জানান। তারা বিভেদ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করে দু’দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আফগান নাগরিকরা একটি বিবৃতি প্রকাশ করে কাবুলস্থ ইরান দূতাবাস ও হেরাতে ইরানের কূটনৈতিক মিশনের ওপর হামলার নিন্দা জানান। গত সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস ও দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে অবস্থিত ইরানি কনস্যুলেটের সামনে একদল দুর্বৃত্ত বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইরানি কূটনৈতিক মিশনগুলো লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

ইরানের অজ্ঞাত একটি স্থানে একাধিক আফগান অভিবাসীর সঙ্গে দুর্ব্যবহার করার ভিডিও আফগান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর দেশটির জনগণের মধ্যে ইরান সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।এরপর ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটে।

এসব হামলার প্রতিবাদে মঙ্গলবার তেহরানে নিযুক্ত আফগান চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।তাকে বলা হয়, এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এক বক্তব্যে বলেছেন, ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব তালেবান সরকারের।#

342/