‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৪ এপ্রিল ২০২২

১০:৩৫:২৫ AM
1247888

রামনবমীতে সহিংসতার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন মাওলানা মাহমুদ মাদানী

ভারতে রামনবমী উৎসবের সময়ে সহিংস ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :সামাজিক যোগাযোগ মাধ্যমে জমিয়তে উলামায়ে হিন্দের সচিব নিয়াজ আহমদ ফারুকী কর্তৃক প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমিয়তের জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী রাম নবমী উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে মধ্য প্রদেশের খারগোনে সাম্প্রদায়িক সহিংসতা এবং পরবর্তীতে বাড়িঘর ও দোকানপাট ভাঙার বিষয়ে জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী তীব্র আপত্তি ও উদ্বেগ প্রকাশ করেছেন।     

মাওলানা মাদানী ওই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে দেশে দাঙ্গাবাজরা মুসলিম এলাকায় ঘৃণার ভিত্তিতে স্লোগান তোলা, সেখানে অত্যন্ত উসকানিমূলক কাজ করা এবং মসজিদ ও ইবাদতগাহের অবমাননা করাকে অভ্যাসে পরিণত করেছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কোনো বাধা বা অসুবিধা নেই। মাওলানা মাদানী ওই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে এ ধরনের অনিয়ন্ত্রিত পরিস্থিতি বন্ধ করতে এবং দেশকে  ক্রমাগত নৈরাজ্যের পথে হাঁটতে বাধা দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। 

মাওলানা মাদানী, বিশেষ করে মধ্য প্রদেশের খারগোনের ঘটনা উল্লেখ করে লিখেছেন, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ক্ষতি হয়েছে। সমাজবিরোধীদের মাধ্যমে অনেক বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, সহিংসতা শুরু হওয়ার পর এখন স্থানীয় প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়কে হয়রানি করতে উদ্যত। মুসলিমদের সম্পত্তি ও তাদের বাড়িঘর চিহ্নিত করে ভেঙে ফেলা হচ্ছে।   

342/