‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২০ এপ্রিল ২০২২

১১:৫২:২৬ AM
1249924

পৌর নির্বাচনে জেতার জন্য দিল্লি দাঙ্গা করানো হয়েছে- বিজেপির বিরুদ্ধে সঞ্জয় রাউতের অভিযোগ

ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি বলেছেন, পৌর নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিজেপি দাঙ্গা করার কৌশল অবলম্বন করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :আজ (মঙ্গলবার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় প্রকাশ, সঞ্জয় রাউত বলেন, ‘দিল্লিতে পৌর কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপি প্রথমে তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একত্রিত করার জন্য নির্বাচনের তারিখগুলোকে ঠেলে দিয়েছিল এবং এখন সেখানে নির্বাচনে জেতার জন্য দাঙ্গা করেছে। আসলে বিজেপির কাছে কোনও ইস্যু নেই। সে কারণেই তারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য দাঙ্গা করার কৌশল অবলম্বন করেছে।’ 

অন্যদিকে, বিজেপির দিল্লির সভাপতি আদেশ গুপ্তা এবং দিল্লি বিধানসভার বিরোধী দলের নেতা রামবীর বিধুরী এক সংবাদ  সম্মেলনে বলেছেন, ‘অনেক রোহিঙ্গা এবং বাংলাদেশী উত্তর-পূর্ব দিল্লিতে বাস করছে, তারা সবাই অবৈধ কাজ করছে। ‘আম আদমি পার্টি’ তাদের রেশন কার্ড তৈরি করছে, তাদের বিনামূল্যে বিদ্যুৎ, পানি এবং রেশন দিচ্ছে।’ 

তারা বলেন, দিল্লি সরকার তাদের বার্ধক্য ভাতাও দিচ্ছে এবং ডিটিসি বাসগুলোতে তাদের বাড়ির মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুবিধাও দিচ্ছে। তাদের অভিযোগ, এসব ব্যক্তির বিরুদ্ধে অনেক ফৌজদারি মামলা রয়েছে। ৩০২ ধারায় মামলাও নথিভুক্ত এবং তাদের প্রতি অরবিন্দ কেজরিওয়ালের সরকার ও তার দলের নেতাদের পূর্ণ সমর্থন রয়েছে।

তাদের দাবি, এসব লোকেরা অরবিন্দ কেজরিওয়াল সরকারের সহায়তায় জাহাঙ্গীরপুর এলাকায় কয়েকশ বিঘা জমি দখল করেছে, যেখানে একটি স্কুল, একটি হাসপাতাল, একটি ডিসপেনসারি ও একটি পার্ক রয়েছে। আর সেখান থেকেই চলছে অবৈধ কর্মকাণ্ড। আমরা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে দাবি করছি যে তাদের ‘আধার কার্ড’ বাতিল করা হোক। বিদ্যুৎ, পানি ও রেশন সুবিধা বন্ধ করতে হবে বলেও বিজেপি’র ওই নেতারা মন্তব্য করেন।  

এ দিকে, কংগ্রেসের সিনিয়র নেতা ও মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং বলেছেন, ‘গেরুয়া পোশাক পরা সাধুরা প্রকাশ্যে  বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। কিন্তু মোদি নীরব হয়ে আছেন। মোদিজীর পৃষ্ঠপোষকতায় এ দেশে ধর্মীয় উন্মাদনা ছড়ানো হচ্ছে। তারা চুপ থাকেন কারণ এতে তাদের উপকার হয়।’ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং আরও বলেন, যারা সরকারের সমালোচনা করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মানুষ তিন বছর করে জেলে আছে। দিল্লির জাহাঙ্গীরপুরীতে দাঙ্গার বিষয়ে তিনি বলেন, প্যাটার্ন অনুযায়ী সেখানে দাঙ্গা সংগঠিত করা হয়েছিল। শেষমেশ কী দরকার ছিল ধর্মীয় মিছিলে অস্ত্র নিয়ে যাওয়ার?

তদন্ত সংস্থার কাজের বিষয়ে তিনি বলেন, সংবিধানের কাছে তাদের জবাবদিহি করতে হবে। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত, কারণ এ সবই তার দায়বদ্ধতা। অবিলম্বে দিল্লির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদ থেকে অপসারণ করতে হবে বলেও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় মন্তব্য করেন।#

342/