‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৭ মে ২০২২

৩:৩২:১৪ PM
1255395

কীভাবে ‘নাটক’ করতে হয় বিশ্ববাসী মুখ্যমন্ত্রী থেকে শিখেছে : অগ্নিমিত্রা পাল

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, ‘নাটক কীভাবে করতে হয়, সেটা সারা পৃথিবীর মানুষ মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখেছে। আর এই দলের থেকে। মাননীয়া মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, কিন্তু তার থেকে ভালো নাটক কী আর কেউ করতে পারে?’

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ (শনিবার) তিনি বলেন, ‘কী করেন উনি, কত নাটক উনি করেছেন, ২০২১ সালেও বিধানসভা নির্বাচনের সময়ে উনি কী কী নাটক করলেন আমরা সবাই তা দেখেছি। আমাদের দল অন্তত নাটক করাটা শেখায়নি।’  

পশ্চিমবঙ্গে অর্জুন চৌরাসিয়া নামে বিজেপি যুব মোর্চা নেতার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন শাসকদল তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এ সব মন্তব্য করেছেন।     

অর্জুন চৌরাসিয়ার লাশ ময়নাতদন্ত প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘রাজ্য সরকারের হাসপাতাল, এর ব্যবস্থাপনা এবং ডাক্তারদের ওপরে আমাদের বিশ্বাস নেই।’   

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ওই ইস্যুতে বলেছিলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে। গতকালই তৃণমূল সরকারের একবছর পূর্তি হয়েছে। তার পরের দিন বাংলায় রাজনৈতিক হত্যা হল। জঘন্যভাবে। সারা বাংলায় বিরোধী নেতা-কর্মীদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। বিজেপি অর্জুন চৌরাসিয়ার হত্যার তীব্র নিন্দা করছে। এর ‘সিবিআই’ তদন্ত হওয়া উচিত।’ 

তৃণমূল নেতারা বলেছেন, বিজেপি যুব নেতার মৃত্যুতে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। বরং অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের মধ্যে ওই ঘটনা বিজেপির তৈরি করা নাটক কী না তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘এটা ওদেরই ‘সুপরিকল্পিত চিত্রনাট্য’নয় তো? জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে? তদন্ত চলুক।’

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বলেন, তদন্তের আগেই কীভাবে স্বরাষ্ট্র মন্ত্রী ওই ঘটনাকে খুন বলতে পারেন? অর্থাৎ তুঘলকি কারবার চলছে বলেও মন্তব্য করেন তিনি।#      

342/